তারকাদের জন্য পার্লার করছেন ডিপজলকন্যা ওলিজা
এবার ঢাকায় তারকাদের জন্য আলাদা পার্লার ওপেন হচ্ছে। এখানে কেবল তারকা শিল্পীরা মেকআপ বা ত্বকের যত্ন নিতে পারবেন। আলাদাভাবে মিডিয়ার বাইরের কারো পার্লার সেবা নেওয়া সুযোগ থাকছে না এতে। এর সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন অভিনেতা ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজলের কন্যা ওলিজা মনোয়ার।
আলাপে ওলিজা বলেন, ‘আমি ঢাকায় কয়েকটি পার্লার করছি। এরই মধ্যে ডেকোরেশনের কাজ চলছে। আশা করি, আগামী বছরের শুরুতে পার্লারগুলো ওপেন করতে পারব। এর মধ্যে তারকাদের জন্য আলাদা একটি পার্লারও থাকবে।’
তারকাদের জন্য আলাদা পার্লার নির্মাণ করার বিষয়ে ওলিজা বলেন, ‘আসলে তারকা হওয়ার পর সাধারণত মানুষের সামনে আসতে চান না। আবার সাধারণ মানুষও তারকাদের একটু আলাদাভাবেই দেখতে চান। নরমাল পার্লারগুলোতে অনেক ভিড় থাকে, সেখানে একজন তারকা গিয়ে সেবা নিতে একটু অস্বস্তি বোধ করতে পারেন। এই বিষয়টা মাথায় রেখে আমি তারকা শিল্পীদের জন্য মহাখালী ডিওএইচএসে একটি শাখা রাখছি। আশা করি, তারকা শিল্পীদের সহায়ক হবে এই পার্লার।’
নিজের ছবির কাজ নিয়ে তিনি বলেন, ‘গল্প তৈরি হচ্ছে। আশা করি, খুব তাড়াতাড়িই কাজ শুরু করতে পারব। আবার কোনো ধরনের তাড়াহুড়া করতে চাই না। আমি ছবির সিকোয়েন্সের যৌক্তিকতা নিয়ে ছবি নির্মাণ করতে চাই। দর্শকের যেন মনে না হয় যে অকারণে কোনো কিছু ছবিতে যুক্ত হয়েছে। একটু বেশি সময় তাই লেগেই যাচ্ছে। গল্প ছটকু আহমেদ লিখছেন। আমরা নিয়মিত গল্প নিয়ে বসছি।’
তবে ছবি নিয়ে কাজ করলেও অভিনয়ে একেবারেই ইচ্ছা নেই ওলিজার। ‘আমি লন্ডনে মেকআপ ও বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়ালেখা করেছি। শুধু ক্যামেরার পেছনেই কাজ করতে চাই। পরিচালনা করব, মেকআপ নিয়ে কাজ করব। অভিনয় করার কোনো ইচ্ছাই আমার নেই’, আগেভাগেই জানিয়ে রাখলেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













