তারুণ্য-নির্ভর দল সাব্বিরের রাজশাহী
প্রথমবারের মতো আইকন ক্রিকেটার হয়েছেন সাব্বির রহমান। ঘরের ছেলে ঘরের দলেই খেলবেন।
রাজশাহী কিংস এবারই প্রথম বিপিএলে অংশ নিচ্ছে। প্রথম আসরেই তারা পেয়েছে সাব্বিরকে। উভয়ের জন্য বিপিএলের এবারের আসর হবে নুতন এক অভিজ্ঞতা।
সাব্বিরকে বেছে নেওয়ার পাশাপাশি টিম ম্যানেজম্যান্ট তরুণ ক্রিকেটারদের ওপর আস্থা রেখেছে।
প্রথমবারের মতো প্লেয়ার ড্রাফটে উঠেই দল পেয়েছেন সদ্য অনূর্ধ্ব-১৯ ক্রিকেট পার করা মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের ২০ জনের ক্যাম্পে থাকা এ ক্রিকেটার বিপিএলে দল পাবেন, তা অনুমিতই ছিল। বিপিএলের তৃতীয় আসরেও খেলার কথা ছিল মিরাজের। প্লেয়ার ড্রাফটে প্রথম তার নাম রেখেছিল নির্বাচক প্যানেল। কিন্তু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার প্রস্তুতিতে থাকায় পরে মিরাজের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়।
মিরাজের সঙ্গে শুরুতেই রাজশাহী কিংস জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহানকে দলে নেয়। দুজনই ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ১৮ লাখ টাকা। গত বছর সোহান সিলেট সুপারস্টার্সের হয়ে খেলেছিলেন।
এ ছাড়া মুমিনুল হক, রনি তালুকদার, সালমান হোসেন ও এবাদত হোসেনকে নিয়েছে রাজশাহী। এবাদত হোসেন পেসার হান্ট থেকে সুযোগ পেয়ে জাতীয় পর্যায়ে এসেছে। এবছরই তার জাতীয় লিগে অভিষেক হয়েছে। অভিজ্ঞ ক্রিকেটারও আছে এ দলটিকে। ফরহাদ রেজা, রকিবুল হাসান, আবুল হাসান রাজু ও রাজমুল ইসলাম অপুর ওপর বিশ্বাস রেখেছে রাজশাহী।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে তাদের সেরা সংগ্রহ ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজের দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অধিনায়ক স্যামি গত বছর খেলেছিলেন রংপুর রাইডার্সে। এ ছাড়া মোহাম্মদ সামি বরিশাল ছেড়ে এসেছে নতুন দলটিতে। শ্রীলঙ্কান দুই ক্রিকেটার মিলিন্দা সিরিবর্ধনে ও উপল থারাঙ্গাও খেলবেন এ দলে। ইংল্যান্ডের অলরাউন্ডার সামিত প্যাটেল রয়েছে দলটিতে।
এক নজরে রাজশাহী কিংস স্কোয়াড:
আইকন/এ প্লাস গ্রেড ক্রিকেটার: সাব্বির রহমান রুম্মান।
নতুন ক্রিকেটার: কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ।
তালিকার দেশি ক্রিকেটার: মুমিনুল হক সৌরভ, ফরহাদ রেজা, নাজমুল হোসেন অপু, রকিবুল হাসান, আবুল হাসান রাজু, রনি তালুকদার, সালমান হোসেন, এবাদত হোসেন।
তালিকার বিদেশি ক্রিকেটার: মিলিন্দা সিরিবর্ধনে, উপুল থারাঙ্গা, সামিত প্যাটেল।
তালিকার বাইরের বিদেশি ক্রিকেটার: ড্যারেন স্যামি, মোহাম্মদ সামি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন