তারেককে হয়রানি করতেই গ্রেপ্তারি পরোয়ানা : বিএনপি
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ধারাবাহিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।
দলটি বলছে, ‘তিনি (তারেক রহমান) বারবার আদালতে এবং আন্তর্জাতিক সংস্থার তদন্তে নির্দোষ প্রমাণিত হয়েছেন। কিন্তু সরকার তার রাজনৈতিক ইমেজ কালিমালিপ্ত করতে একের পর এক বানোয়াট মামলা দায়ের করে আদালতকে দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করাচ্ছে।’
শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালন করা নেতা শামসুজ্জামামান দুদু।
গ্রেপ্তারি পরোয়ানায় উদ্বেগ প্রকাশ করে তিনি অবিলম্বে মামলা প্রত্যাহার করে পরোয়ানা বাতিলের দাবি জানান। পাশাপাশি তারেক রহমানকে হয়রানি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপিকে নিশ্চিহ্ন করতেই এক-এগারোর সরকারের পদাঙ্ক অনুসরণ করে বর্তমান শাসকগোষ্ঠীও তারেক রহমানের ওপর বিরামহীনভাবে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারেক রহমানের বিরুদ্ধে গেপ্তারি পরোয়ানার জারি সেটিরই আরো একটি দৃষ্টান্ত। কেবল রাজনৈতিক বক্তব্য দেওয়া এবং তা প্রকাশ ও প্রচারের জন্যই এই মামলা।’
তিনি বলেন, ‘তৃণমূলে বিএনপিকে শক্ত ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছেন বলেই প্রধানমন্ত্রী গোড়া থেকেই ভীত হয়ে তারেক রহমানের প্রতি ইর্ষান্বিত হয়ে বিষোদগার ও মিথ্যাচার করে আসছেন। বিদেশে চিকিৎসাধীন থাকলেও জনাব তারেক রহমানকে নিয়ে নিকৃষ্ট মিথ্যাচার থেমে নেই।’
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘খালেদা জিয়া, তারেক রহমান এবং জিয়া পরিবারের বিরুদ্ধে যেকোনো অনুষ্ঠানে গলা ফাটিয়ে বিষোদগার করতে প্রধানমন্ত্রীসহ আওয়ামী নেতারা যেন প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে। দেশকে রাজনীতিশূন্য করার জন্যই এটি দেশি-বিদেশি চক্রান্তের অংশ।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, হাবিবুর রহমান হাবিব, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আর্ন্তজাতিকবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, হারুন অর রশিদ, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, সাইফুল ইসলাম পটু প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন