তারেকের আপিলের সুযোগ নেই : দুদক আইনজীবী
সদ্য কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদকের) আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, তারেক রহমানের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে তাকে আগে আত্মসমর্পণ করতে হবে। তিনি এখন পলাতক। বিচারিক আদালতে আত্মসমর্পণের পরই তিনি এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন।
খুরশিদ আলম খান বলেন, আইনে পলাতক ব্যক্তির আপিলের সুযোগ নেই।
বৃহস্পতিবার অর্থপাচার মামলায় তারেক রহমানকে সাত বছরের সাজা ও ২০ কোটি টাকা জরিমানা করেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে আপিলের কথা বলেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা বলেছেন, আমরা সর্বোচ্চ আদালতে আপিল করব। আমরা ন্যায়বিচার পাব বলে আশা করছি।
এ বিষয়ে খুরশীদ আলম খান বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আদালতে যে রায় দেবে তা সকলকেই মানতে হবে। তারেক রহমানকে আপিল করতে হলে তাকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে হবে। এরপর কারাগার থেকে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপকবিস্তারিত পড়ুন
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
টানা দুই দফা কমার পর দেশের বাজারে ফের স্বর্ণের দামবিস্তারিত পড়ুন
চট্টগ্রামে দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের বহরের গাড়ি
আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে সড়কবিস্তারিত পড়ুন