শনিবার, অক্টোবর ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তারেকের কানেকশন খুঁজতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ডিবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যার যড়যন্ত্রে তারেকের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে মহানগর গোয়েন্দা পুলিশের তদন্ত সংশ্লিষ্ট প্রতিনিধি দল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে বসে জয়কে হত্যার পরিকল্পনা করে যড়যন্ত্রকারীরা।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একাধিক ব্যক্তি এই হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে লন্ডনে বসবাসকারী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখতে যুক্তরাস্ট্রে যাচ্ছে ডিবি।

মামলাটি দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও তদন্ত করবেন তদন্ত সংশ্লিষ্টরা। তাই ৩ সদস্যের একটি প্রতিনিধি দল যাবে যুক্তরাষ্ট্রে। আর এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ডিবির উপ কমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ।

এই প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন- ডিবির অতিরিক্ত উপ-কমিশনার রাজীব আল মাসুদ ও সহকারী কমিশনার হাসান আরাফাত।

এদিকে, শফিক রেহমানকে রিমান্ডের তৃতীয় দিনে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত সংশ্লিষ্টরা। জিজ্ঞাসাবাদে এই সিনিয়র সাংবাদিক যুক্তরাষ্ট্রে একাধিক বৈঠক করার বিষয়টি স্বীকার করেন।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ বাংলানিউজকে বলেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। অনুমতি মিললে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে।

ডিবির প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাওয়া প্রসঙ্গে অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, যেহেতু ঘটনাস্থল যুক্তরাষ্ট্রে। তাই এ ঘটনা তদন্তে যুক্তরাষ্ট্রে যাবে তদন্ত প্রতিনিধি দল।

মনিরুল ইসলাম বলেন, এ হত্যার পরিকল্পনায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সংশ্লিষ্টতার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, সাংবাদিক শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান বলেন, দুপুর ১২টার দিকে শফিক রেহমানকে সঙ্গে নিয়ে বাসা তল্লাশি করতে আসে ডিবি। এসময় তারা বিভিন্ন নথিপত্র জব্দ করে নিয়ে যায়।

তালেয়া রেহমান আরও বলেন, ডিবি তার সঙ্গে কোনো খারাপ আচরন করেনি। তবে, তাকে হাজতে ডিভিশন দেওয়া হয়নি। অন্যান্য আসামিদের সঙ্গে একসঙ্গে রাখা হয়েছে। সে জন্য তিনি দুঃখ করেছেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণের পর হত্যার পরিকল্পনার অভিযোগ পল্টন থানায় দায়ের করা একটি মামলায় শনিবার (এপ্রিল ১৬) সকাল ৮টায় শফিক রেহমানকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল