তারেক রহমানসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র
গাজীপুরে নাশকতার এক মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে জেলার বিচারিক হাকিমের আদালতে এ অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার হারুন অর রশিদ।
নিজ কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, বিগত জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকার ক্ষমতায় এলে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে অর্থ জোগান ও উসকানি দিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
তিনি অডলি কোর্ট, ৩২-৩৪ হিল স্ট্রিট, লন্ডন ডব্লিউওয়ানজে ৫এনপি, যুক্তরাজ্য ঠিকানায় অবস্থান করে গাজীপুর শিল্পাঞ্চলে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেন। এ জন্য গত ২১ জানুয়ারি জেলার হোতাপাড়ায় একটি বাসে কেরোসিন ও পেট্রলবোমা নিক্ষেপ করতে সহযোগিতা করেন।
এ ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) দিলীপ চন্দ্র সরকার বাদী হয়ে জয়দেবপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। তারেক ছাড়া মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন তারেকের সহযোগী লুৎফর রহমান বাদল ও গাজীপুর সিটি মেয়র মান্নানের ছেলে মঞ্জুরুল আহসান রনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন