মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘তার সঙ্গে মতান্তর হতে পারে কিন্তু মনান্তর হবে না’

দলের বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে কোনো ধরনের বিভেদে জড়ানোর কারণ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, আশরাফের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনিও।

image-4552আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে সোমবার দুপুর দুইটায় ধানমণ্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এজন্য দলীয় সভাপতি শেখ হাসিনা ও সৈয়দ আশরাফের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এ চমক শেখ হাসিনার নেতৃত্বের ম্যাজিক পাওয়ার।

আওয়ামী লীগের সম্মেলনে পরদিন সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে দুই নেতার সঙ্গে দেখা হয়। এ সময় আশরাফকে জড়িয়ে ধরেন ওবায়দুল কাদের। নতুন সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান অন্য নেতারাও।

মন্ত্রিসভার বৈঠকের পর ওবায়দুল কাদের যান ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে। এই সংবাদ সম্মেলনে জাতীয় সম্মেলনের শৃঙ্খলা, আগামী জাতীয় নির্বাচনে দলের পরিকল্পনা, মন্ত্রিত্বে থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমার পূর্বসূরি, আমার অগ্রদূত সাধারণ সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমার পার্টিও প্রেসিডিয়ার সদস্য সৈয়দ আশরাফুল ইসলামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সাধারণ সম্পাদক হিসেবে তার সাত বছরের অভিজ্ঞতা সুচিন্তিত পরামর্শ আমার দায়িত্ব পালনে অনুপ্রেরণা যোগাবে।’

আশরাফের সঙ্গে আলোচনার ভিত্তিতে কাজ করার ঘোষণা দিয়ে কাদের বলেন, ‘আমরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবো।’

মন্ত্রিসভায় সৈয়দ আশরাফের সঙ্গে দেখা হওয়ার পর সেখানাকর ঘটনা বর্ণনা করে ওবায়দুল কাদের বলেন, ‘আজও কেবিনেটে তার সঙ্গে আমার আলাপ হয়েছে। আমার কাছে অবাক লাগলো, তিনি সবকিছু ইজিলি নিয়েছেন। এতে তার মধ্যে বিচলিতভাব বা কোনো ধরনের হতাশা তার মুখম-লে আমি দেখিনি। … বরং আজ তাকে আরও বেশি প্রাণবন্ত বলে আমার মনে হয়েছে। এটাই আওয়ামী লীগ। এটাই আওয়ামী লীগের রাজনীতির বিউটি। ’

আশরাফের সঙ্গে কোনো রকম দ্বন্দ্বে জড়ানোর কারণ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের মধ্যে কোনো কোনো বিষয়ে মতান্তর হতে পারে, কিন্তু মনন্তর হবে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়াকে নিজের রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি বলেও জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্মেলনে দলের সভাপতি ও তৃণমূল থেকে আসা কাউন্সিলরদের অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন তিনি। এর বিনিময়ে দলের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন কাদের।

তিনি আরও বলেছেন, আগে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে সড়ক ও সেতু দেখার পাশাপাশি তৃণমূলের নেতা-কর্মীদের বিভিন্ন অভিযোগ শুনতাম কিন্তু কিছু করার ছিল না। এখন অথরিটি পেয়েছি। এখন সড়ক আর সেতুও দেখবো তাদের অভিযোগ শুনে সমস্যার সমাধানও করবো।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে