সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তালতলীতে গায়ের ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা

বরগুনার তালতলীতে ১সন্তানের জননী গৃহবধু মোর্শেদা আকতার (২৫) বুধবার ভোর রাতে গায়ের ওড়না ঘরের পিছনের বারান্দার আড়ার সাথে পেঁচিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, উপজেলার বড়আমখোলা গ্রামের মোস্তফা গাজীর(৩০) সাথে প্রায় ৮বছর আগে বরগুনার ঘটবাড়ীয়া এলাকার জুইগ্যা গ্রামের মোতাহার বিশ্বাসের কন্যা মোর্শেদা আকতারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মোস্তফা যৌতুকের দাবীতে মোর্শেদাকে বিভিন্ন শারিরিক ও মানষিক নির্যাতন করে আসছে।

এরই মধ্যে বিয়ের ২বছর যেতে না যেতেই তাদের ঔরশে ১টি কন্যা সন্তানের জন্ম নেয়। এরপর মোস্তফা মোটা অংকের যৌতুক দাবী করে স্ত্রীর উপর। পরবর্তিতে মোর্শেদার দরিদ্র বাবা যৌতুকের দাবী মেটাতে না পারায় গৃহবধুর উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। নির্যাতনের মাত্রা সইতে না পেরে এক পর্যায় মোর্শেদা বাদী হয়ে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। এরপর মোস্তফা পালিয়ে চট্টগ্রাম শহরে গিয়ে একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজ নেয়।

সেখানে গিয়ে ঐ গার্মেন্টের ভোলাস্থ এক নারী কর্মীকে বিয়ে করে প্রায় দেড় বছর কাটায়। গত জুলাই মাসে মোস্তফা একা বাড়ী এসে শশুর বাড়ীর সাথে সমযোতায় গিয়ে আগষ্ট মাসে স্ত্রী মোর্শেদাকে বাড়ী আনে। মোর্শেদার সামনেও মোস্তফা তার ২য় স্ত্রীর সাথে প্রায়ই মোবাইলে কথা বলতো। এনিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়ই লেগে থাকতো ঝগড়া বিবাদ। সর্বশেষ মঙ্গলবার বিকেলে মোর্শেদার সামনে মোস্তফা তার ২য় স্ত্রীর সাথে কথা বললে লেগে যায় ঝগড়া। মোর্শেদা হুমকি দেয় আত্মহত্যার। মোর্শেদার স্বামী মোস্তফা জানান, পরে রাতে তাদের নির্দিষ্ট ঘুমানোর জায়গা ঘরের পিছনের বারান্দার কোঠায় একমাত্র কন্যা মারিয়া (৫)কে নিয়ে স্বামী ও স্ত্রী ঘুমিয়ে যায়।

রাত আনুমানিক সাড়ে চারটার দিকে মোর্শেদা একা গোপনে ওঠে বিছানার পাশেই বারান্দার আড়ার সাথে গায়ের ওড়না বেঁধে গঁলায় পেচিয়ে ঝুলে পরে আত্মহত্যা করে। তবে এর ভিন্ন মত পোষন করেছেন পার্শ্ববর্তী অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনে বলেন, এটা আত্মহত্যা না হত্যা এর মধ্যে সন্দেহ রয়েছে। তবে মোর্শেদার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করেন। আত্মহত্যা না হত্যা একারন উদ্ঘটনের লক্ষে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মোস্তফাকে থানায় আনা হয়েছে। ওসি কমলেশ চন্দ্র হালদার জানান,মোর্শেদার বাবা মোতাহার বিশ্বাস হত্যা মামলা দায়ের জন্য থানায় এসেছেন মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূরবিস্তারিত পড়ুন

বরিশাল মহানগর বিএনপি অফিসে তালা লাগিয়েছে বিদ্রোহীরা

বরিশাল মহানগর যুবদলের কমিটিতে স্থান না পাওয়াই বিএনপি অফিসে তালাবিস্তারিত পড়ুন

  • ইয়াবাসহ উপজেলা প্রকৌশলী আটক
  • বাল্য বিয়েতে রাজি না হওয়ায় স্কুলছাত্রীসহ মা ও বোনকে পিটিয়ে আহত, পাত্র আটক
  • বরিশালে লঞ্চ চলাচল স্বাভাবিক
  • বরিশালে নবদম্পত্তি স্বামী – স্ত্রীর লাশ উদ্ধার !!
  • বরিশালে আবাসিক হোটেল থেকে যৌনকর্মীসহ আটক ৫
  • বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বখাটে গ্রেফতার
  • চাঁদা দাবি মামলায় ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতিসহ গ্রেফতার ৪
  • বরিশালে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস।।
  • বাসায় কাজে গিয়ে ধর্ষণের শিকার শিশু, হাসপাতালে মৃত্যু
  • গৌরনদীতে মুক্তিযোদ্ধা হতে রাজাকার কমান্ডারের আবেদন!
  • বরিশালে স্বামীর সহায়তায় স্ত্রীকে গণধর্ষণ
  • বরিশালে মন্ত্রীর সঙ্গে সেলফি তুলে পুলিশ সদস্য সাসপেন্ড