তালাক নিয়ে কঠোর সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। খুশি বিজেপি, মুখ পুড়ল বিরোধীদের
উত্তরপ্রদেশ নির্বাচনের মধ্যেই ‘তিন তালাক’ প্রথার বিরুদ্ধে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঁচ রাজ্যের ফল ঘোষণার পরে কেন্দ্র বড় পদক্ষেপ করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
তালাক কি এ বার নিষিদ্ধ হতে চলেছে দেশে? উত্তরপ্রদেশ নির্বাচনের মধ্যেই তিন তালাক প্রথার বিরুদ্ধে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঁচ রাজ্যের ফল ঘোষণার পরে কেন্দ্র বড় পদক্ষেপ করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এ বার সুপ্রিম কোর্ট কড়া মনোভাব প্রকাশ করল।
অনেক আগেই সুপ্রিম কোর্ট ইসলাম ধর্মের তিন তালাক প্রথার বিরোধিতা করেছে। আদালত বলেছে, এই প্রথা কোনও ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে না। এর পরে নানা উদ্যোগ নেয় কেন্দ্র। কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ড শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে।
স্বাধীনতার আগে থেকেই দেশে এই বিতর্ক চলে আসছে। স্বাধীনতার পরে কোনও সরকারই এই ব্যাপারে উদ্যোগ নেয়নি। এই প্রথম দেশের কোনও সরকার অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিষয়ে উদ্যোগী হয়েছে। এ বার সুপ্রিম কোর্টও বুঝিয়ে দিয়েছে, আর অপেক্ষা না করে যত শীঘ্র সম্ভব তালাক প্রথা নিয়ে যাবতীয় বিতর্কের সমাধান চাইছে। সেই জন্য গ্রীষ্মাবকাশের মধ্যেই এই মামলার শুনানি চাইছে সর্বোচ্চ আদালত। ছুটির মধ্যেই পাঁচ বিচারপতিকে নিয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চ এই ইস্যু পর্যালোচনা করবে। ১১ মে শুরু হবে শুনানি। শুধু তালাক নয়, একই সঙ্গে বহুবিবাহ এবং নিকা হালাল নিয়েও শুনানি হবে।
এ দিন সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত জানানোর পরে প্রাক্তন আইনমন্ত্রী কপিল সিব্বল গ্রীষ্মাবকাশে শুনানিতে আপত্তি জানান। কার্যত সেই আপত্তি উড়িয়ে দিয়ে প্রধান বিচারপতি জে এস খেহর বলেন, ‘মোট তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে গ্রীষ্মের ছুটির মধ্যেই শুনানি হবে। এ গুলি দীর্ঘ দিন ধরে জমে রয়েছে, এখন শুনানি না চাইলে বলবেন না যে, সুপ্রিম কোর্টে মামলা জমে থাকে।’ বিচারপতি খেহর আরও বলেন, ‘এখনই এ গুলির শুনানি না হলে বছরের পর বছর জমে থাকবে।’
ইতিমধ্যেই আদালতে বেশ কয়েকজন মহিলা তালাকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। মুসলমান সম্প্রদায়ের নারীদের অধিকার রক্ষার দাবিতেও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও বেশ কয়েকটি মামলা রয়েছে। ইদানীং ফেসবুক, হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে তালাক দেওয়ার নজিরও মিলেছে। সুপ্রিম কোর্ট অবশ্য জানিয়েছে আলাদা আলাদা করে সব মামলার মীমাংসার পরিবর্তে নীতিগত দিক থেকেই সামগ্রিক ভাবে তালাক প্রথা নিয়ে শুনানি হবে। বিজেপি তথা কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছে তারা
পুরোপুরি তালাক প্রথার বিলোপ চায়। সুপ্রিম কোর্ট এই মামলায় গতি আনতে চাওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি বিজেপি। অন্য দিকে, তৃণমূল কংগ্রেস সহ যে সব রাজনৈতিক দল তালাক বিলোপ নিয়ে কেন্দ্রের বিরোধিতা করছে তাদের কার্যত মুখ পুড়েছে প্রধান বিচারপতির বক্তব্যে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন