তালের আঁটি জমা দিলেই নগদ টাকা!
তালের একটি আঁটি জমা দিলেই মিলবে নগদ এক টাকা! সম্প্রতি বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন। ঘোষণার পর শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় পাঁচ হাজার তালের আঁটি সংগ্রহ হয়েছে পৌরসভায়।
আগামী ২৫ সেপ্টেম্বর সংগৃহীত এসব তালের আঁটি রোপন কর্মসূচির উদ্বোধন করবেন বগুড়ার পুলিশ সুপার মো: আসাদুজ্জামান। পৌরসভা সূত্রে জানা গেছে, শিবগঞ্জ পৌর এলাকায় জনগুরুত্বপূর্ন ১২ কিলোমিটার সড়কের দুই পাশে প্রায় ১০ হাজার তালের আঁটি রোপনের কর্মসূচি হাতে নেওয়া হয়। এজন্য পৌরবাসীর কাছ থেকে তালের আঁটি সংগ্রহ অভিযান শুরু হয়েছে। প্রতি পিস আঁটি এক টাকা করে কিনে নেওয়া হচ্ছে। যাদের বেশি আঁটি আছে, তারা সংবাদ দিলে পৌরসভা থেকেই লোক পাঠিয়ে তা কিনে আনা হচ্ছে।
প্রথম অবস্থায় বানাইল-কানুপুর, শব্দলদীঘি-কলুমগাড়ী, শিবগঞ্জহাট-বেড়াবালা, অর্জুনপুর-গরীবপুর, তেঘরী-আঁচলাই, ছোটহাটপাড়া-মড়াগারিয়া ও শব্দলদীঘি-পনেরোটিকা সড়কসহ প্রায় ১২ কি:মি: সড়কের দুই পাশে ১০ হাজার তালের আঁটি রোপণ করা হবে। এসব সড়কে প্রতি ৫ হাত পরপর গর্ত খুঁড়ে তালের আঁটি লাগানো হবে।
পৌরসভার অফিস সহকারী বদিউজ্জামান জানান, এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার আঁটি সংগ্রহ করা হয়েছে। বাঁকী তালের আঁটি পর্যায়ক্রমে সংগ্রহ করে লাগানো হবে।
তালের আঁটি রোপণ সিদ্বান্তকে স্বাগত জানিয়েছে শিবগঞ্জের সুধিজন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা বলেন, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক পৌরবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছেন। শিবগঞ্জ পৌরসভা শীঘ্রই দেশের মধ্যে মডেল পৌরসভায় পরিণত হবে।
এ বিষয়ে মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, ‘যত্ন আর পরিচর্যার অভাবে তালগাছ দিন দিন হারিয়ে যাচ্ছে। তালগাছে ফসলের ক্ষেতে কোনো ক্ষতি হয় না। মাটির হয় সুরক্ষা। তালগাছ পরিবেশ বান্ধব। পাখিরাও নিরাপদ আবাস গড়ে তুলতে পারে এ গাছে। তাই তালগাছ রোপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাই গাছে গাছে ভরে ওঠুক আমাদের পৌরসভা। এ জন্য পুলিশ সুপার মহোদয়কে এ কর্মসূচি উদ্বোধন করতে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি সম্মতি দিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন