শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘তাসকিনকে কাল পাঠালে কালই পাশ করে আসবে’

তাসকিন আহমেদের নিষেধাজ্ঞা ইস্যুতে আলোচনা থেমে নেই। শুক্রবার সকালে ভারত থেকে দেশে পৌঁছেছেন তাসকিন। তবুও কলকাতায় তাকে নিয়ে চলছে আলোচনা। এই আলোচনা শেষ পর্যন্ত যোগ দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

শুক্রবার সন্ধ্যায় ভারতের স্থানীয় এক হোটেলে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি। তার মতে, আইসিসি তাসকিনের প্রতি অবিচার করেছে। তিনি এও বিশ্বাস করেন তাসকিন নতুন করে পরীক্ষা দিলে অবশ্যই পাশ করবে।

তাসকিনকে আবারো পরীক্ষা দেয়ার জন্য পাঠানোর ব্যাপারে পাপন বললেন, ‘হ্যাঁ পাঠাবো। এবং আমি আত্মবিশ্বাসী যে সে পাশ করে আসবে। এটা কোনো ব্যাপারই না। কাল পাঠালে কালই পাশ হয়ে আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বকাপ তো খেলতে পারলো না। তাহলে আমার লাভটা কি? এখনো প্রমাণ করার সুযোগ আইসিসির কাছে আছে।

সানি ও তাসকিনের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠায় স্বাভাবিকভাবেই তাদের পরীক্ষা দিতে হয়েছিলো। পরীক্ষার পর তাদের অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ করেছে আইসিসি। সানির ব্যাপারে তেমন কোনও আপত্তি না থাকলেও তাসকিনের ব্যাপারটা মানতে পারছেন না কেউই। এমনকি বিসিবি সভাপতিও নন।

বললেন, ‘এখনো অনেকগুলো দল আছে, বিশ্বকাপে খেলছে। যে কোনো দলের সেরা দুটি খেলোয়াড়কে বাদ দিয়ে দিক অবৈধ বোলিং অ্যাকশন না করার পরও। বলুক যে বিশ্বকাপ খেলতে পারবে না। এরকম দুই একটা উদাহারণ দেখি পৃথিবীতে। আমি এটা কোনোভাবে মেনে নিতে পারি না যে কোনো বোলার অবৈধ বোলিং না করেও একটা টুর্নামেন্টে খেলতে পারবে না।’

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও উন্নতির ছায়া। এমন সময় দলের দুই প্রধান বোলারের ঘাটতি মেনে নিতে পারছেন না তিনি। তার মতে, মাত্র ভালোই খেলতে থাকা দলটির প্রধান দুই বোলার অনুপস্থিতিতে দলটির জন্য কঠিন হয়ে পরেছে। তবুও তিনি মনে করেন ভাল ক্রিকেটই খেলছে বাংলাদেশ দল।

বললেন, ‘আমাদের দলের পারফরম্যান্স যদি দেখেন আমরা কিন্তু কারো সাথে খুব বেশি রান করতে পারিনি। আমরা ১৫০-১৬০ এর বেশি করতে পারিনি। তবুও ভালো করছি কারণ আমাদের বোলিং। সেখানে আমাদের প্রধান দুই বোলার বাদ পড়ে গেছে। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় বাঁধা ছিলো বলে আমি মনেকরি। এবং তাও আবার কি যখন আমরা দ্বিতীয় রাউন্ডে উঠলাম। এবং আমরা সবচেয়ে কঠিন গ্রুপে। যেখানে টি- টোয়েন্টির সেরা দল ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই গ্রুপে আছে। এদের সাথে দুটি প্রধান খেলোয়াড়কে ছাড়া খেলা সত্যিই কঠিন। আমরা তো ওইরকম টিম এখনো হইনি যে আমাদের অগণিত খেলোয়াড় হয়েছে। আমরা ভালো খেলতে শুরু করেছি। এখানে দুজন প্রধান খেলোয়াড় ছাড়া খেলা খুবই কঠিন। তারপরও অস্ট্রেলিয়া ও ভারতের সাথে ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ।’

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি