তাসকিনকে বাদ দিয়ে একাদশে আনা হচ্ছে গাপটিল-টেইলরদের নাকানি-চুবানি খাওয়ানো সেই রুবেলকে!
আবারো আলোচনায় রুবেল হোসেন। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে একাদশের তাসকিন আহমেদের বিপরীতে চিন্তা করা হচ্ছে রুবেল হোসেনকে। টিম ম্যানেজমেন্ট নাকি এমনটাই সিদ্ধান্ত নিতে চলেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মঙ্গলবার সকালে, সর্বশেষ কন্ডিশন দেখে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোটেও সুবিধে করতে পারেননি তাসকিন আহমেদ। মোট ২৬ ওভার বল করে ১৫৪ রান দিয়ে মাত্র ৪ উইকেট পেয়েছেন।
গড় ৩৯ এবং ওভার প্রতি রান দিয়েছেন ৬ করে। নিউজিল্যান্ড কন্ডিশনে রুবেল হোসেনের বোলিং বেশি কার্যকর বলে মনে করা হয়। গত বছরের শুরুতে অনুষ্ঠিত বিশ্বকাপেও যথেষ্ঠ আলো ছড়িয়েছেন রুবেল। তাকে ওয়ানডে সিরিজের বাইরে রাখার সিদ্ধান্ত ব্যাপক সমালোচিত হয়েছে।
তাসকিকের সাদামাটা পারফরম্যান্সের কারণে রুবেলকে নিয়ে ভাবতে শুরু করেছে টিম ম্যানেজমেন্ট।তাছাড়া ওয়ানডে সিরিজে হেরে যাবার পর আর পরীক্ষা নিরীক্ষা চালাতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।
প্রথম ওয়ানেডেতে ব্যর্থ সৌম্যকে ফিয়ে আনা হচ্ছে এ ম্যাচে। থাকছেন মোসাদ্দেক। মানে একজন বেশি ব্যাটসম্যান খেলাবে বাংলাদেশ।
সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন