তাসকিনকে স্মার্ট বোলার বললেন ওয়াকার
এতে কোনো সন্দেহ নেই, বাংলাদেশ দলের বোলিংয়ের অন্যতম নির্ভরতার নাম তাসকিন আহমেদ। সে প্রমাণ তিনি বহুবার দিয়েছেন। বুধবার বাংলাদেশের সঙ্গে ম্যাচে সেই তাসকিনের সামনে পাকিস্তানের ব্যাটসম্যানরা অনেকটাই অসহায় ছিলেন। তাই পাকিস্তান কোচ ওয়াকার ইউনুস এই পেসারের প্রশংসায় পঞ্চমুখ।
ওয়াকার ইউনুসের প্রশংসার কারণও আছে, তাসকিন এদিন চার ওভার বল করে মাত্র ১৪ রান দিয়েছেন। আর প্রথম তিন ওভারে তিনি দিয়েছেন মাত্র ২ রান, তাঁর মধ্যে ডট বল ছিল ১৪টি।
তাসকিনের এই দুর্দান্ত একটি স্পেলের কারণে পাকিস্তানের ব্যাটিংলাইন বেশ চাপে পড়েছে। পরবর্তী সময়ে সেই চাপ কাটিয়ে খুব বেশিদূর যেতে পারেনি তারা।
এই তাসকিনের প্রশংসা করে পাকিস্তানের বর্তমান কোচ ও সাবেক পেস তারকা বলেন, ‘বাংলাদেশে যে দুর্দান্ত বোলিং আক্রমণ রয়েছে, তারা যেকোনো দলের ব্যাটিংলাইনকে চাপে ফেলার ক্ষমতা রাখে। বিশেষ করে তাসকিন দারুণ বল করছে। আমি বলব সে খুবই একজন স্মার্ট বোলার। তার ভবিষ্যৎও বেশ উজ্জ্বল।’
শুধু ওয়াকারই নন, তাসকিনের প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও, ‘তাসকিনের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। আগের ম্যাচগুলোতে সে খুব একটা উইকেট পায়নি। তবে এমন নয় যে সে খারাপ বল করেছে। কিন্তু তার দুর্ভাগ্য ছিল সে উইকেট পায়নি। আশা করছি, ভবিষ্যতে সে আরো ভালো বল করবে।’
অবশ্য এই ডানহাতি পেসার এবারের এশিয়া কাপের প্রথম তিন ম্যাচে অনেকটাই ব্যর্থ হয়েছিলেন। সেই তিন ম্যাচ থেকে তিনি নিয়েছিলেন মাত্র একটি উইকেট। বুধবার পাকিস্তানের বিপক্ষে অনেকটা অঘোষিত সেমিফাইনালে তাসকিন ছিলেন দারুণ উজ্জ্বল।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন