‘তাসকিনের ক্যারিয়ার ধ্বংস করতে চাই না’

সীমিত ওভারের ক্রিকেটে বেশ কার্যকর বোলার তিনি। কিন্তু এখনো লঙ্গার ভার্সন ক্রিকেটে অভিষেক হয়ে ওঠেনি তরুণ পেসার তাসকিন আহমেদের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের টেস্ট দলে তাঁর জায়গা হতে পারে, এমন আলোচনা গত কয়েকদিন ধরে শোনা গিয়েছিল। দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।
শনিবার চট্টগ্রামে সংবাদমাধ্যমকে তাসকিন সম্পর্কে হাথুরুসিংহে বলেন, ‘সে কি কোনো চারদিনের ম্যাচ খেলেছে? আপনারা কি মনে করছেন সে এসেই সরাসরি জাদু দেখাবে? না!’
এখনই এই তরুণ পেসারকে টেস্ট না খেলানোর পক্ষে যুক্তি তুলে ধরে হাথুরুসিংহে বলেন, ‘ওরাও মানুষ। কিন্তু কথা হচ্ছে জীবনে কখনোই যদি চারদিনের ম্যাচ না খেলে, তাহলে মাঠে চারদিন দাঁড়িয়ে থাকা কঠিনই। কারণ দিনে ১৫ ওভার বল করাটা তাঁর জন্য একেবারেই নতুন ব্যাপার হবে। তাই আমি তাঁর ক্যারিয়ার ধ্বংস করতে চাই না।’
অবশ্য কোচের তথ্যে ভুল রয়েছে। তাসকিন চারদিনের ম্যাচ খেলেননি, তা ঠিক নয়। ২০১১ সালের নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। খেলেছেন ১০টি ম্যাচ, আর উইকেট নিয়েছেন ২৪টি।
তাই কোচের এই কথায় বোঝা যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তাসকিনের টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এখন তাঁকে অপেক্ষায় থাকতে হবে পরবর্তী সিরিজ পর্যন্ত।
এদিন বাংলাদেশের কোচ সমালোচনা করেছেন তরুণ লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের, ‘ওর মেধা ছিল। আমাদেরকে কয়েকটি ম্যাচ জিতিয়েছেও সে। কিন্তু তাঁর পেছনে যে সময় আমরা ব্যয় করেছি, এখন দেখছি তা বৃথা হয়ে গেছে। এতে আমরা খুবই হতাশ।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন