তাসকিনের চেয়ে সানির সমস্যাই বেশি

তাসকিন আহমেদ আর আরাফাত সানি কবে ফিরতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেটে? প্রশ্নটা বেশ কিছুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেটাঙ্গনে। গত মাসে চেন্নাইয়ে বায়োমেকানিক্যাল পরীক্ষায় বোলিং অ্যাকশন অবৈধ ঘোষিত হয়েছে দুজনেরই। তাই অ্যাকশন শুধরে আবারও পরীক্ষা দিতে হবে তাসকিন-সানিকে। দুজনের মধ্যে সানিকে নিয়েই একটু বেশি চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ‘আমার মনে হয়, তাসকিনের সমস্যা সামান্যই। তার কনুই ১৫ ডিগ্রির সহনীয় পর্যায়ের চেয়ে একটু বেশি বেঁকে যায়। সে এটা নিয়ে কাজ করছে। আমার ধারণা, কয়েক দিনের মধ্যেই এটা ঠিক হয়ে যাবে। তবে আরাফাত সানির সমস্যা বোধ হয় একটু বেশিই জটিল। তার সমস্যা নিয়ে আমাদের বেশি কাজ করতে হবে।’
সংবাদমাধ্যমকে আরেকটি তথ্যও দিয়েছেন জালাল ইউনুস। পরীক্ষার জন্য তাসকিন-সানি ছাড়া সঞ্জিত সাহাকেও পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ বছরের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চলার সময় নিষিদ্ধ হয়েছিলেন অফস্পিনার সঞ্জিত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে পেসার তাসকিন ও বাঁহাতি স্পিনার সানির অ্যাকশন অবৈধ হওয়ার দুঃসংবাদ পেয়েছিল বাংলাদেশ। আন্তর্জাতিক টুর্নামেন্ট চলার সময় কোনো বোলারের অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার চেয়ে অস্বস্তিকর খবর আর কিছুই হতে পারে না। ভবিষ্যতে এ ধরনের ‘দুর্ঘটনা’ এড়াতে এখন থেকেই সচেষ্ট বিসিবি। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে সব বোলারের অ্যাকশন পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন