তাসকিনের বদলে শুভাগত
বাংলাদেশ দলের দুই ক্রিকেটার আরাফাত সানি ও তাসকিন আহমেদের বিপক্ষে যখন সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে, তখনই তাঁদের বিকল্প ঠিক করতে নেমে পড়ে বিসিবি। শনিবার আরাফাত সানি সাময়িকভাবে নিষিদ্ধ হওয়ার পর তাঁর জায়গায় দলে নেওয়া হয় বাঁহাতি স্পিনার সাকলাইন সজীবকে।
এর কিছুক্ষণ পর দুঃসংবাদ আসে তাসকিনকে নিয়েও। এই ডানহাতি পেসারের বোলিং অ্যাকশনেও ত্রুটি আছে বলে জানিয়েছে আইসিসি। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার শুভাগত হোমকে।
আজ রাত সাড়ে ৯টার মধ্যে দুজনের ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে সাকলাইন খবরটি শুনেই তাঁর নিজ জেলা রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মাত্র। তাই তাঁর হয়তো আজ নাও যাওয়া হতে পারে। সে ক্ষেত্রে শুভাগতের যাওয়ার সম্ভাবনাই বেশি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘যে আগে এসে ঢাকায় এসে পৌঁছাবে তাঁকেই আগে পাঠিয়ে দেওয়া হবে। কারণ দুজনেরই ভিসা প্রক্রিয়া ঠিক করে রাখা হয়েছে।’
দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন শুভাগত সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গত জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে। অবশ্য এই দুই ম্যাচে ভালো পারফরম্যান্স ছিল না তা। দুই ম্যাচ থেকে ব্যাটহাতে ছয় আর করেছেন এবং বল হাতে এক উইকেট নিয়েছেন।
আর আরাফাত সানির জায়গায় সুযোগ পাওয়া সাকলাইন সজীব এখন পর্যন্ত জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও ঘরোয়া আসরগুলোতে বেশ আলো ছড়াচ্ছেন। বিশেষ করে গত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দারুণ খেলেছেন তিনি। আর চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দারুণ পারফর্ম করছেন তিনি। আর এই কারণেই নির্বাচকদের দৃষ্টি কেড়েছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন