তাসকিনের বোলিং পরীক্ষা অস্ট্রেলিয়ায়!
চলতি বছর মার্চে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ টি২০ আসরে অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত হয়েছিলেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে রয়েছেন এ দুই ক্রিকেটার। তবে আসন্ন ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে তাদের মাঠে নামাতে বেশ তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে তাদের পুনর্বাসনের পর ইতিমধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় বোলিংয়ের প্রাথমিক পরীক্ষা নিয়েছে বিসিবি। এবার চূড়ান্তভাবে পরীক্ষা দিতে তাদের আইসিসির কাছে পাঠাতে চায় বিসিবি। কবে আর কোথায় তাদের পরীক্ষা হবে? তা এখনো নিশ্চিত করতে পারেনি কেউ। তবে রবিবার (১৪ আগস্ট) বিসিবির অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান সাংবাদিকদের জানিয়েছেন, খুব শিগগিরই অস্ট্রেলিয়াতে হতে পারে তাসকিনের বোলিং পরীক্ষা।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ‘তাসকিন (বোলিং পরীক্ষার জন্য) মোটামুটি কনফার্ম। শিগগিরই তার অফিশিয়াল টেস্টের ব্যবস্থা করা হচ্ছে। খুব সম্ভবত সে (তাসকিন) অস্ট্রেলিয়া যাবে টেস্টের জন্য।’
এ সময় আরাফত সানির ব্যাপারে তিনি বলেন, ‘সানির রিপোর্ট পেলে আমরা ওকে (সানি) নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব। তার রিপোর্ট ইতিবাচক হলে, তাসকিনের সঙ্গে একসঙ্গে হয়তো টেস্টের জন্য পাঠানো হবে।’
এদিকে ইংল্যান্ড সিরিজের আগে আগামী ২০ আগস্ট থেকে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। এ বিষয়ে এদিন টুর্নামেন্ট কমিটির সাথে বৈঠক করেছেন আকরাম খান। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে বলেও সাংবাদিকদের জানান তিনি। এ সময় সদ্য শাস্তি ভোগ করা মোহাম্মদ আশরাফুলের বিসিএলে অংশ নিতে পারা, না-পারা নিয়ে তিনি বলেন, ‘আশরাফুলের ব্যাপারটা নির্ভর করছে কোচ এবং ফ্র্যাঞ্চাইজিদের ওপর। এনসিএল-এর সেরা পারফরমাররা বিসিএল খেলবে। আর আশরাফুলের ব্যাপারটা হলো সে খেলার মধ্যে ছিল না। এ ছাড়া ফিটনেসেরও ব্যাপার আছে।’
এ ছাড়া এ আসরে জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটারই অংশ নিতে পারবে বলে জানান আকরাম খান। তবে সে ক্ষেত্রে কিছু শর্তের কথা বলেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এই বিসিএলে জাতীয় দলের বেশির ভাগ সদস্যই খেলতে পারবে। তবে ইংল্যান্ড সিরিজের কারণে হয়তো সবাই পুরোটা খেলতে পারবে না। ওয়ানডে সিরিজের সময় যারা দলের বাইরে থাকবে তারা বিসিএল খেলতে পারবে। আবার টেস্ট সিরিজের সময় যারা বাইরে থাকবে তারাও বিসিএল খেলতে পারবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন