তাসকিনের সেরা সাফল্য
প্রথম তিন ম্যাচে বলহাতে খুব একটা সাফল্য পাননি তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই ম্যাচে তাই একাদশের বাইরে রাখা হয় পেসার তাসকিন আহমেদকে। চিটাগং ভাইকিংসের হয়ে ষষ্ঠ ম্যাচে দলে ফিরে শুধু তিনি নিজেই সাফল্য পাননি, দলের জয়েও রেখেছেন মূল্যবান অবদান।
শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছেন তাসকিন। তাঁর বল হাতের অসাধারণ সাফল্যে চিটাগং এই ম্যাচে জিতেছে ১৯ রানে। তার চেয়ে বড় কথা, টানা চার ম্যাচ পর জয়ে ফিরেছে দলটি। দলের এই জয়ে মূল্যবান অবদান রেখেছেন এই ডানহাতি পেসার।
ঘরোয়া-আন্তর্জাতিক মিলে টি-টোয়েন্টিতে তাসকিনের এটি সেরা সাফল্য। ২০ ওভারের ক্রিকেটে এর আগে তাঁর সেরা বোলিং ছিল ৩১ রানে চার উইকেট। ২০১৩ সালে চিটাগং কিংসের হয়ে দুরন্ত রাজশাহীর বিপক্ষে সে ম্যাচে তাঁর সেরা সাফল্য। এবার সেটিকেও ছাড়িয়ে গেলেন মাত্র কিছুদিন আগে নিষেধাজ্ঞা থেকে উত্তীর্ণ হওয়া এই পেসার।
বিপিএলের চার আসর মিলে এখন পর্যন্ত ছয়বার কোনো বোলার পাঁচ উইকেট করে নিয়েছেন। আর এবারের আসরে এটি দ্বিতীয়। গত ৯ নভেম্বর খুলনা টাইটানসের বিপক্ষে ২৮ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছিলেন রাজশাহীর পেসার আবুল হাসান। আর গতবার বরিশাল বুলসের হয়ে সিলেটের বিপক্ষে ৩৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন আরেক পেসার আল আমিন হোসেন।
এর আগে বিপিএলে প্রথম পাঁচ উইকেট নিয়েছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি। ২০১২ সালে প্রথম আসরে মাত্র ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। গতবার তৃতীয় আসরে ওয়েস্ট ইন্ডিজের কেভিন কুপার ও শ্রীলঙ্কার থিসারা পেরেরা ৫ উইকেট করে নিয়েছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন