তাসকিনের হাতে বল তুলে দিয়ে যা বলেছিলেন মাশরাফি!
শেষ ৩ ওভারে আফগানিস্তানের প্রয়োজন ছিল ২৭ রান। ভরসা হিসেবে টাইগার দলপতির হতে রয়েছেন দুই পেসার। দুই জনেরই বাকি ছিল দুইটি করে ওভার। রুবলে এবং তাসকিন ৮ ওভার করে করেছেন।
তাই এই দুই বোলারকেই দল জেতানরো দায়িত্ব নিতে হবে। এমনটা ভেবে ৪৮ তম ওভারে অধিনায়ক মাশরাফি দলের ভার তুলেদেন সদ্য অবৈধ বোলিং অ্যাকশন থেকে মুক্তি পাওয়া বোলার তাসকিনের হাতে। এই ওভারেই দলের জয় প্রায় নিশ্চিত করে দেন তিনি।
৪৯ তম ওভারটা ঠিকঠাক ভাবেই করলেন রুবেল আর শেষ ওভারে যখন ১৩ রান প্রয়োজন তখন আবারও এলেন এই তরুণ পেসার। তারপর মাত্র ৫ রান দিয়ে তুলে নেন আরো দুইটি উইকেট এতে করে টাইগারদের ৭ রানে নাটকীয় জয়টা নিশ্চত হয়ে যায়।
এর আগের ওভারগুলোতে বেশি এলোমেলো থাকা তাসকিন; শেষের লড়াইয়ে কিভাবে এই পরিবর্তন আনলো? এই প্রশ্নটা অনেকেরই জাগতে পারে। হ্যাঁ এর পিছনের মূল শক্তিই ছিল টাইগার দলপতি মাশরাফি। অধিনায়কের সেই মন্ত্রেই উজ্জীবিত তাসকিন শেষ দুই ওভারে দুর্দান্ত বোলিংয়ে জেতালেন বাংলাদেশকে।
শেষ তিন ওভার সম্পর্ককে যেমনটা বলছেন অধিনায়কও। আমি ওকে বলেছিলাম, ‘আগের বাজে ওভারগুলোর কথা ভেবে বোলিং করলে এখান থেকে দলকে হারাতো পারো। কিংবা ওসব ভুলে গিয়ে নতুন উদ্যমে বল করে পারো দলকে জেতাতে। বাকিটা তোমার ওপর…।’
‘আমার ধারণা এই কথায় কাজ হয়েছে। ম্যাচ শেষে তাসকিনের সঙ্গে কথা বলেছি এটা নিয়েই। সে বলেছে, ওই কথা সে পজিটিভলি নিয়েছিল। প্রতিজ্ঞা করেছিল শেষ ২ ওভারে ভালো করবে।’
‘তাসকিনকে বেছে নেওয়ার কারণ, ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি ইয়র্কার দিতে পারে সে। রুবেলও পারে ভালো ইয়র্কার, এখন শফিউলও খুব ভালো করছে। তবে তাসকিন সবচেয়ে ভালো পারে।’
‘অধিনায়ক হিসেবে আমার বোলারদের ওপর আমার ভরসা রাখতেই হবে। আগের ওভারগুলোতে বাজে করেছে বলে শেষেও পারবে না, এমনটা ভাবলে তো অধিনায়কত্ব করা যাবে না। তাসকিন-রুবেল আগেও শেষের ওভারগুলোতে ভালো করেছে। আমার বিশ্বাস ছিল, ওরা আবারও পারবে।’
অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পেরেছে রুবেল ও তাসকিন। দীর্ঘ বিরতির পর বাংলাদেশ তাই নতুন মৌসুম শুরু করতে পেরেছে জয়ের স্বস্তিতে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন