তাসকিন ও সানির জাতীয় দলে খেলার বিষয়ে যা বললেন বিসিবি কর্মকর্তা

ঘরোয়া লিগে খেললেও আন্তর্জাতিক ম্যাচে এখনো উপেক্ষিত তাসকিন আহমদ ও আরাফাত রহমান সানি।
কখন ও কিভাবে তারা জাতীয় দলে সুযোগ পেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবেন এ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা।
মাশরাফিদের প্রধান বোলিং কোচ হিথ স্ট্রিক বলেছেন- ওই দুই টাইগারের বোলিং অ্যাকশনে এখন আর কোনো সমস্যা থাকার কথা নয়।
তার মতে তাসকিন ও সানিকে আইসিসির পরীক্ষাগারে পাঠানোর সময় এখন। তাসকিন ও সানির আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়ে কথা বলেছেন বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম।
বিসিবি এখন কোন পথে যাচ্চে একটি বেসরকারি টিভিতে দেয়া সাক্ষাৎকারে পাওয়া যায় তার উত্তর। তিনি বলেছেন, ওই দুই ক্রিকেটারকে এখনো আমরা দেখছি।
পরীক্ষা দেয়া হলেও নেতিবাচক রেজার্ল্ট যেন না আসে সে দিকে দৃষ্টি এখন বিসিবির। মাহবুব আলম জানান সে বিষয়ে।
তিনি বলেনে, পরীক্ষাটা অহেতুক হোক ও অযথা টাকা পয়সা খরচ হোক এটি আমরা চাই না। আরও কিছু দিন সময় নিয়ে ওই দুই ক্রিকেটারকে আইসিসির ল্যাবে পাঠানো হবে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন