বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তাসকিন যাচ্ছেন যুক্তরাষ্ট্র

তাসকিনের সেরে ওঠার সম্ভাব্য সময়সীমার কথা উল্লেখ করে একটি রিপোর্ট যুক্তরাষ্ট্র থেকে গতকাল সন্ধ্যায় বিসিবি চিকিৎসকদের কাছ পৌঁছায়। বিশ্বকাপ দলে তাসকিনকে রাখা এই রিপোর্টের ওপর ভিত্তি করে, না রাখার সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, ১৫ জনের স্কোয়াডে রাখা হবে তাসকিনকে। আজ দুপুর সাড়ে ১২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঘোষণা করা হবে বিশ্বকাপ দল। 

জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচে বোলিং করার সময় তাসকিনের পাঁজরের পেশিতে টান পড়ে। ১২ মে স্ক্যান করা হয় চোটের গভীরতা নির্ণয়ের জন্য। গতকাল অফিসিয়ালি রিপোর্ট হাতে পেলেও তা প্রকাশ করা হয়নি। বিসিবির মেডিকেল বিভাগ অপেক্ষা করেছে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকের পুনর্মূল্যায়ন রিপোর্টের জন্য। সেখান থেকে রিপোর্ট মেইলে আসার পর নির্বাচক প্যানেল ও মেডিকেল বিভাগের সভা হয়। 

তাসকিন জানান, বিশ্বকাপে যেতে প্রস্তুত তিনি। তবে চোট পরিচর্যা করে কত দিনে খেলায় ফিরতে পারবেন, তা জানাননি টাইগার এ ফাস্ট বোলার। ২৯ বছর বয়সী এ পেসার জানান বিশ্বকাপ দলের সঙ্গে যুক্তরাষ্ট্র যাবেন তিনি। সেখানে আগে থেকেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট নেওয়া আছে কাঁধের পুরোনো চোটের পরীক্ষা-নিরীক্ষার জন্য। বিসিবির একটি সূত্রে জানায়, তাসকিনকে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে পেতে চায় দল। সে হিসেবে বাংলাদেশের বিশ্বকাপ শুরু হতে এখনও ২৫ দিন বাকি। আশা করা হচ্ছে, ভালোভাবে চোট পরিচর্যা করা গেলে তত দিনে সেরে উঠবেন টাইগার ফাস্ট বোলার।

তাসকিন বিশ্বকাপ দলে থাকলেও অতিরিক্ত ক্রিকেটার নেওয়া হবে দলের সঙ্গে। বিশেষ করে, একাধিক পেস বোলার চেয়েছে টিম ম্যানেজমেন্ট। এ জন্য তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগকে এ দু’জনের টিকিট বুক করতে বলা হয়েছে। তারা কাল রাতে না হলে দুই দিন পর ডালাস রওনা করবেন বলে জানায় বিসিবি।

ইনজুরি এড়াতে বাড়তি পেসার দলের সঙ্গে রাখার পরিকল্পনা। এ জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুমোদন নিতে হবে। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, অতিরিক্ত ক্রিকেটার নেওয়ার ব্যাপারে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি। নির্বাচকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাসকিনকে না পেলেও স্কোয়াডে বড় কোনো পরিবর্তন করা হবে না। অর্থাৎ চার পেসার ও চার স্পিনার রাখা হতে পারে দলে।

যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে স্পিন বেশি কার্যকর হবে। প্রতিপক্ষ বিবেচনায় ভিন্ন ভিন্ন ম্যাচে স্পিনার খেলাতে হতে পারে। কোনো ম্যাচে দু’জন বাঁহাতি স্পিনার প্রয়োজন হবে বলে মত টিম ম্যানেজমেন্টের। সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় রেখে গতকাল সন্ধ্যায় বিশ্বকাপ দল চূড়ান্ত করার কথা। যদিও ২৪ মে পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে ইচ্ছামতো পরিবর্তনের সুযোগ থাকবে। বিশ্বকাপ শুরুর পরও খেলোয়াড় পরিবর্তন করা যাবে। ইনজুরি, শৃঙ্খলা ও জরুরি কারণে টুর্নামেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদন নিয়ে পরিবর্তন করা যায়।  

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির