তাসকিন-সাকিব আর সজীব : আবাহনী দ্বিতীয়স্থানে

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে (ডিপিএল) পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আবাহনী লিমিটেড। বোলারদের নৈপুণ্যে সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে আবাহনী ৬ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোটিং ক্লাবকে। ১৩ খেলা শেষে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আবাহনী। আর ১৪ খেলায় ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে নেমে গেলো ভিক্টোরিয়া।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম টস জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এ পাঠায় আবাহনী। প্রথমে ব্যাটিং করার সুযোগটা কাজে লাগাতে পারেনি ভিক্টোরিয়া। আবাহনী বোলারদের সামনে অসহায় আত্মসর্মপণ করে ৩৬.২ ওভারে ১৩৯ রানেই অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া। দলের পক্ষে মোমিনুল হক ২৩, সোহওয়ার্দি শুভ অবসর ২১ ও আল-আমিন ১৭ রান করেন। আবাহনীর পেসার তাসকিন আহমেদের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন শুভ। তাই অবসর নিয়েই মাঠ ছাড়েন তিনি। আবাহনীর পক্ষে তাসকিন, সাকিব আল হাসান ও সাকলাইন সজীব ৩টি করে উইকেট নেন।
ছোট লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে মাঝে দ্রুত ২ উইকেট হারিয়ে বিপদে পড়লেও, পড়ে তা সামলে নেয় আবাহনী। ওপেনার ও অধিনায়ক তামিম ইকবালের ৩৩, ভারতীয় ব্যাটসম্যান দিনেশ কার্তিকের অপরাজিত ৩২ রানের উপর ভর করে ২৯.২ ওভারেই ম্যাচ জিতে নেয় আবাহনী। ১০ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন