তাসকিন-সানিকে সতীর্থদের অভিনন্দন

নিষেধাজ্ঞার শেকল থেকে শেষমেশ মুক্তি পেলেন বাংলাদেশের দুই তারকা বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানি। শুক্রবার বিকালে খবরটি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)।
এমন সংবাদ পেয়ে ভীষণ খুশি সতীর্থ খেলোয়াড়রাও। কেউ কেউ তাসকিন-সানির জন্য শুভ কামনা জানিয়েছেন। সতীর্থদের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে পেয়ে কেউ আবার অনেকটাই আনন্দিত। এতদিন নিজেকে অপরাধী মনে হতো : তাসকিন
টাইগার সেনসেশন মোস্তাফিজুর রহমান তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, তাসকিন-সানি ফিরে এসেছে। তাদের অভিনন্দন।’
তাসকিন-সানিকে নিয়ে বাংলাদেশ দলের অন্যতম তারকা ব্যাটসম্যান সাব্বির রহমান বলেছেন, ‘অনেক অনেক অভিনন্দন আরাফাত সানি ভাই তাসকিন কে। শুভ কামনা রইল।’ যেভাবে বৈধ হলো তাসকিন-সানির বোলিং অ্যাকশন
ওপেনার সৌম্য সরকার তাসকিন-সানির ফিরে আসাকে অভিনন্দন জানিয়েছেন। এনামুল হক বিজয় বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, তাসকিন-সানির বোলিং অ্যাকশন বৈধ। শুভকামনা।’ আফগানদের বিপক্ষে ওয়ানডে দলেও সুযোগ পেয়ে গেলেন তাসকিন
বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম লিখেছেন, ‘বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি নেই তাসকিন-সানির। আলহামদুলিল্লাহ, তাদের জন্য শুভকামনা।’ আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন তাসকিন-সানি
উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে তাসকিনকে মাঠে পাচ্ছে বাংলাদেশ দল। তবে ১৪তম সদস্য হিসেবে বাংলাদেশের স্কোয়াডে তাসকিন ঢুকে পড়লেও চূড়ান্ত দলে রাখা হয়নি সানিকে। ফলে আফগানদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে মাঠে থাকার কোনো সম্ভাবনাই নেই সানির।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন