তাহলে কাউন্সিল করবো কোথায়? আমার ঘরে করবো?
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘সরকার একদিকে বলছে, বিএনপির কাউন্সিলে বাধা দেবে না, অন্যদিকে কাউন্সিলের জন্য জায়গাও দিচ্ছে না। তাহলে কাউন্সিল করবো কোথায়? আমার ঘরে না পার্টি অফিসে?’
বৃহস্পতিবার রাতে জাতীয়তাবাদী তাঁতি দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিএনপির কাউন্সিল নিয়ে সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার রাতে জাতীয়তাবাদী তাঁতীদলের নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ অভিযোগ করেন।
খালেদা জিয়া বলেন, সরকারের পক্ষ থেকে বাধা না দেওয়ার কথা বলা হলেও ভেন্যুর অনুমতি দেওয়া হয়নি এখনো।
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘কমিটি মানে ঘরে বসে বা আপনাদের অফিস আছে এলাকাভিত্তিক সেখানে বসে কমিটি বানিয়ে দিলেন, তা না। আপনারা সেখানে যান, সেখানে গিয়ে কাউন্সিল করে, ভোটাভুটি করে জেন্যুইন কমিটি করেন। তাহলেই উপকৃত হবেন।’
সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘সামনে আমাদের কাউন্সিল। পত্রিকায় দেখি যে, বিএনপির কাউন্সিলে বাধা দেওয়া হবে না। বিএনপির কাউন্সিলে বাধা দেওয়া হবে কি হবে না সেটা মুখে বলছেন, কিন্তু বিএনপির কাউন্সিলের জায়গাও দেওয়া হবে না। বিএনপির কাউন্সিলে বাধা দেওয়া হবে না, জায়গাও দেওয়া হবে না। তাহলে কাউন্সিল হবে কী করে? আমার বাড়িতে তো হবে না, আমার ছোট্ট অফিস, সেখানেও হবে না।’
পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৯ মার্চ বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল হওয়ার কথা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন