তাহলে কি উইকেটকিপিং ছাড়ছেন মুশফিক?
দেশ ছাড়ার আগেই তিনি বলেছিলেন, ব্যাটিং-উইকেটকিপিং-নেতৃত্ব, তিনটি দায়িত্বই তিনি উপভোগ করছেন। শুধু এই ত্রিমুখী দায়িত্বই নয়, প্রয়োজনে বোলিং করতেও নাকি প্রস্তুত মুশফিকুর রহিম! কিন্তু দল শ্রীলঙ্কা যাওয়ার কয়েকদিনের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে বাংলাদেশ অধিনায়ক নাকি উইকেটকিপিং ছাড়তে রাজি হয়েছেন।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের একটি বিশেষ সূত্রে জানা গেছে, ব্যাটিংয়ে আরো বেশি মনোযোগ দেওয়ার জন্য মুশফিককে নাকি এরই মধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে উইকেটকিপিং ছাড়ার জন্য। অবশ্য এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে তাঁরই হাতে। মুশফিক দলের অধিনায়ক, তিনি যেটা ভালো মনে করবেন, সেই সিদ্ধান্ত নেবেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অবশ্য এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে মুশফিক উইকেটকিপিং ছাড়েলে, সে ক্ষেত্রে উইকেটের পেছনে দাঁড়াতে পারেন লিটন দাস।
পরিবর্তন হতে পারে মুশফিকের ব্যাটিং অর্ডারে। ছয় নম্বর থেকে তুলে আনা হতে পারে চার নম্বরে। এত দিন উইকেটকিপিং করার পর ক্লান্তির কারণে ছয় নম্বরে ব্যাটিংয়ে নামতেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজেই এমন পরিবর্তন হতে পারে বলে আলোচনা চলছে। শেষ পর্যন্ত এ রকম কিছু হবে কি না, তাঁর জন্য অপেক্ষা করতে হবে ৭ মার্চ থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্ট পর্যন্ত।
অবশ্য উকেটকিপিংয়ে মানটা ধরে রাখতে পারছেন না বলে খুবই সমালোচনা হচ্ছিল মুশফিকের। ত্রিমুখী দায়িত্বের চাপে কারণেই নাকি অনেক সময় খুব ভালোভাবে পারছেন না সব দায়িত্ব সঠিকভাবে পালন করতে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন