তাহলে মিথ্যা বলেছিলেন নুসরাত ফারিয়া?
বাংলাদেশী অভিনেত্রী নুসরাত ফারিয়া। খুব অল্প সমেয় নিজেকে মেলে ধরেছেন রঙ্গিন পর্দায়। ঠিক তেমনি ভাবে আলোচনা ও সমালোচনারও শেষ নেই তাকে নিয়ে। সিনেমা মহলে তাকে নিয়ে নানা মন্তব্য করতেও দেখা গেছে। কিন্তু হঠাৎ করে চোখে পড়ে গেলো কোলকাতার একটি পত্রিকা বাংলাদেশের এই অভিনেত্রীকে নিয়ে লিখেছেন, দু:খিত নুসরাত ফারিয়া….আমাদের বলিউড প্রতিনিধি ইমরান হাসমি ও নওয়াজ উদ্দিন এর পি আর এর সাথে কথা বলে আপনার নিউজের সত্যতা পায়নি।
ঠিক কথাটা কি বোঝাতে যাচ্ছে সেটা না বুঝতে পারলেও, এটা বুঝা যাচ্ছে নুসরাত ফারিয়ার সাথে ইমরান হাসমির ছবি করছেন না। খবরটি মিথ্যা ও ভিত্তিহীন। কিন্তু কেন? এমন উত্তর আমাদের জানা নেই।
আসুন দেখে নেওয়া যাক ঠিক কি লেখা হয়েছিলো সেই পত্রিকায়:
দু:খিত নুসরাত ফারিয়া….আমাদের বলিউড প্রতিনিধি ইমরান হাসমি ও নওয়াজ উদ্দিন এর পি আর এর সাথে কথা বলে আপনার নিউজের সত্যতা পায়নি। আর বলিউডে বছরে ১০০ এর বেশি ভুলবাল ছবির কাজ শুরু হয় কিন্তু শেষ হয়না…,আর আগে আপনার পরিচালকের খোঁজ নিন. উনার প্রোফাইলটা একটু দেখুন যে উনি নওয়াজকে নিয়ে ছবি বানাতে পারবে কিনা….
উল্লেখ্য ছিল, ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় সাক্ষাৎকারে এই অভিনেত্রী নুসরাত ফারিয়া জানিয়েছেন, ‘আমার জন্য এটি পরম সৌভাগ্য। তবে, বলিউডের ছবিতে অভিনয়, পারিশ্রমিক এ সবকিছুরই ব্যবস্থাপনার দায়িত্বে আছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। ‘চিত্রনাট্য আর আমার চরিত্রটি পছন্দ হয়েছে। তবে এখনও চুক্তিপত্রে সই করিনি। আমার চরিত্রটি গল্পে গুরুত্বপূর্ণ, এজন্য আমার একটি লুক টেস্ট করা হবে। চলতি বছরের অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বিষ্ণু দত্তের পরিচালনায় কলকাতা ও পুনেতে এর দৃশ্যায়ন শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।-বিডি২৪লাইভ
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন