শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তাহসান কী শুধুই প্রেমিক?

হালের ছোটপর্দার রোমান্টিক হিরোদের তালিকা করলে অবধারিত ভাবেই উঠে আসছে তাহসানের নাম। রোমান্টিক নাটকে তার মুন্সিয়ানায় মুগ্ধ দর্শকরা। সেকারণেই রোমান্টিক নাটকে নির্মাতাদের প্রথম পছন্দে থাকেন তিনি। বছরজুড়েই টুকটাক কাজ করলেও মূলত বিশেষ দিবসগুলোকে কেন্দ্র করে তার ব্যস্ততা চোখে পড়ার মতো। এবার ঈদকে সামনে রেখে ছয়টি নাটকে অভিনয় করছেন তিনি। সবগুলোই যথারীতি রোমান্টিক।

সব নাটকেই তাহসান কী শুধুই প্রেমিক? তাহসান জানালেন, ‘প্রেমিক তো বটেই। কিন্তু চরিত্রগুলো কিন্তু আলাদা আলাদা। কোনটিতে শিক্ষক, কোনটিতে আবার গায়ক। ভিন্ন ভিন্ন চরিত্র বেছেই নাটকগুলো করছি।’

তাহসানের ভিন্ন ভিন্ন চরিত্রের মতোই প্রত্যেকটা নাটকেই থাকছে ভিন্ন ভিন্ন নায়িকার চরিত্র। তাহসানের নায়িকা হিসেবে বরাবরই যাদের দেখা মেলে তারা তো থাকছেই এবার। সঙ্গে যোগ হচ্ছে কিছু অনিমিয়ত মুখ। তালিকায় আছেন জাকিয়া বারী মম, মিথিলা, রিচি সোলায়মান, বিদ্যা সিনহা মিম, ঊর্মিলা।

এবার ঈদের প্রায় একবছর পর পর্দায় জুটি বাধলেন মিথিলার সঙ্গে। তার সঙ্গে কাজ করছেন ‘কথোপকথন’ নামের একটি টেলিছবিতে। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে তাহসান-মিথিলার পাশাপাশি থাকছেন অপূর্ব ও মৌসুমী হামিদ। অভিনয় ছাড়াও টেলিছবিটির শিরোনাম-সংগীত গেয়েছেন তাহসান। নাটকটি রোজার ঈদে জিটিভিতে প্রচার হবে।

রিচি সোলায়মানকে নিয়ে করছেন শিহাব শাহীন-মেজবাহ উদ্দিন সুমনের রচনায় এবং শিহাব শাহীনের নির্দেশনায় ‘সে রাতে বৃষ্টি ছিলো’। এবারই প্রথমবার একসঙ্গে রিচির সঙ্গে কাজ করলেন তাহসান। সে হিসেবে এই জুটির অভিষেক হলো এবার। আরটিভিতে প্রচার হবে নাটকটি।

মমর সঙ্গে নীলপরী নিলাঞ্জনাসহ বেশ কটি দর্শকনন্দিত নাটকে দেখা গেছে তাহসানকে। কিন্তু মাঝখানে প্রায় তিনবছরের গ্যাপ তৈরী হয়। সেই গ্যাপ কাটিয়ে ফের পর্দায় আসছে আলোচিত এই জুটি। শিহাব শাহীনের পরিচালনায় ‘রূপকথা এখন আর হয় না’ নামের একটি নাটকে দেখা যাবে তাদের। নাটকটি যৌথভাবে লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও শিহাব শাহীন। এতে আরও অভিনয় করেছেন মারজুক রাসেল ও মুনিরা মিঠু। আলফা আই মিডিয়া প্রোডাকশন লিমিটেডের প্রযোজনায় নাটকটি আসছে রোজার ঈদে এনটিভিতে প্রচার

মিমের সঙ্গে কাজ করছেন ‘সেই মেয়েটা’ নামে একটি টেলিছবিতে। নাটকটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। সামনের ঈদে একটি বেসরকারী টিভিতে প্রচারি হবে নাটকটি।

ঊর্মিলার সঙ্গে জুটি বেধেছেন একক নাটক ‘ক তে কাজী, খ তে খেলা’তে। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন তানিম রহমান অংশু। এনটিভির বিশেষ অনুষ্ঠামালায় প্রচার হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন