তিনি ডুবে মরলেন, সবাই ভেবেছিল অভিনয়
শুটিং চলছে টিভি সিরিয়াল ‘ভেলহোচিকো’ এর। সাও ফ্রানসিসকো নদীতে দৃশ্য ধারণ চলছিল। অভিনেতা ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় টিভি তারকা ডোমিঙ্গোস মনটাগনার। শ্যুটিংয়ের ফাঁকে আরেক অভিনেত্রী ক্যামিলা পিটাঙ্গা সঙ্গে নদীতে নামলেন ডোমিঙ্গোস। কিন্তু তীব্র স্রোত তাকে টেনে নিয়ে গেল মুহূর্তের মধ্যে। ডুবে গেলেন তিনি। তাঁকে বাচানোর জন্য ক্যামিলা বারবার চিৎকার করে সাহায্য চাইছিলেন। কিন্তু কেউই এগিয়ে আসেনি। কারণ সবাই ভেবেছে এটাও বুঝি অভিনয়, নাটকেরই অংশ।
ঘটনাটি দেখছিল স্থানীয়রাও। কিন্তু এগিয়ে এলো না তারাও। কারণ সহশিল্পীদের মতো তারাও ভেবেছিল, তখনো নাটকের অভিনয় করে চলেছেন ডোমিঙ্গোস। এটিকেও টেলিভিশন সোপ অপেরার অংশ ভেবেছিলেন তারাও। আর এই বিভ্রান্তিতে প্রাণটাই চলে গেলো ডোমিঙ্গোসের।
স্থানীয়দের দোষও দেয়া যায় না। কারণ ডোমিঙ্গোসের ডুবে যাওয়ার মত একটি কাহিনি নাটকে ছিলই। বিভিন্ন দৃশ্যে ডোমিঙ্গোস মনটাগনারকে স্থানীয় বন্দুকবাজদের সঙ্গে লড়াই করতে দেখা যায়। তাকে কয়েক বার গুলি করা হয় এবং তিনি সাও ফ্রানসিসকো নদীতে ডুবে যান, এমন একটি দৃশ্যও রয়েছে নাটকে। যদিও নাটকের কাহিনিতে টুইস্ট আনতে কয়েক সপ্তাহ পরেই তিনি আবার ফিরে আসেন।
কর্তৃপক্ষ অবশ্য বলছে, যেভাবে তীব্র স্রোতে ডোমিঙ্গোস ভেসে যাচ্ছিলেন সেখানে আসলে অন্য কারও কিছু করার ছিল না।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন