তিনে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সাব্বির

পাঁচ কিংবা ছয় নম্বর পজিশন থেকে সাব্বির রহমান রুম্মানকে এক লাফে তিন নম্বর পজিশনে নিয়ে আসেন জাতীয় দলের কোচ হাথুরুসিংহে। ফলাফল অসাধারণ। ১০ ইনিংসে ৩ নম্বরে নেমে সাব্বিরের রান ৩১১। স্ট্রাইক রেট ১৩৩.১। যেখানে তার মোট ১৭ ম্যাচে ১৬ ইনিংসে রান ৪১১।
ক্রিকেট বোদ্ধাদের মতে দলের সবচেয়ে ভালো ব্যাটসম্যান তিন নম্বরে খেলে থাকেন। সাব্বিরকে তিনে নিয়ে এসে হাথুরুসিংহে সে কাজটাই করেছেন। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে রোববারের ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে সাব্বির রহমান ৫৪ বলে ৮০ রানের এক ইনিংস খেলেন।
ধারাবাহিকভাবে তিন নম্বরে সাফল্য পাওয়ায় সাব্বিরেরও আত্মবিশ্বাস বেড়ে গেছে। হার্ডহিটার এ ব্যাটসম্যান তিন নম্বরের খেলতে ইচ্ছুক। ম্যাচ শেষে মাঠে এক অনুষ্ঠানে এ কথাই জানান সাব্বির।
‘তিন নম্বর পজিশনে আমি খেলতে চাই। আমার কাছে মনে হচ্ছে এখানে খেলে আমার পক্ষে আরও ভালো করা সম্ভব। নিজের স্বাভাবিক খেলাটা এখানে খেলা যায়। এখানে খেলে আমি খেলাটাও উপভোগ করছি। বিপিএলে আমি তিনে নেমে সাফল্য পাওয়ার পর আমার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। তাই টি-টোয়েন্টিতে এ পজিশনটাই আমার কাছে বেশি প্রিয়।’
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন