তিন জেলায় আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল
বান্দরবানের থানছিতে তিন ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বুধবার (২০ এপ্রিল) তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে কয়েকটি বাঙ্গালী সংগঠন। আজ মঙ্গলবার হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে হরতালের এ ডাক দেওয়া হয়। এদিন বেলা ১২টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পার্বত্য শ্রমিক ঐক্য পরিষদের বান্দরবান জেলা শাখার সভাপতি মো. সাহাব উদ্দিনের (বড় মিয়া) সভাপতিত্ত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা নুরুল আলম, শেখ মোহাম্মদ মোস্তফা, মো. ইয়াছিন, মো. কামাল উদ্দিন, আবুল হাসেম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গত শনিবার যোহান ত্রিপুরা নামে এক উপজাতী ৩লক্ষ টাকা দিয়ে গরু বিক্রয়ের কথা বলে আলিকদমের তিন বাঙালি ব্যবসায়ীকে খবর দিয়ে থানছির ১৮ কিলোমিটার ডিম পাহাড় এলাকায় নিয়ে গিয়ে তাদের অপহরণ করে। অপহরনের পর মুক্তিপন বাবদ আরও ৫০ হাজার টাকা আদায় করে এসব উপজাতী সন্ত্রাসী। মুক্তিপনের টাকা পাওয়ার পর অপহৃত তিন ব্যবসায়ী আবু বক্কর, নুরুল আবছার ও মো. সাহাব উদ্দিনকে হাত পা বেঁধে জবাই করে নির্মমভাবে হত্যা করা হয়। দীর্ঘদিন ধরে পার্বত্য এলাকায় উপজাতী সন্ত্রাসীরা একের পর এক নিরীহ বাঙালিদের অপহরণ, খুন ও গুম করছে। আজ পর্যন্ত একটি ঘটনারও বিচার হয়নি।
বাঙালিরা যদি ক্ষিপ্ত হয়ে তার প্রতিশোধ নিতে শুরু করে তাহলে পার্বত্য অঞ্চলে বিশৃংখলা সৃষ্টি হবে। এ সময় বাঙালি নেতারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, যদি প্রশাসন এই সব সন্ত্রাসীদের দমন না করে তাহলে বাঙালিরা হাতে অস্ত্র তুলে নিয়ে সন্ত্রাসীদের মোকাবেলা করতে বাধ্য হবে। আগামী কাল বুধবার তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়ে বক্তরা বলেন, যদি প্রশাসন আগামী ৭২ ঘন্টার মধ্যে খুনীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়, তাহলে লাগাতার হরতাল ও অবরোধের কর্মসূচী দিয়ে পার্বত্যাঞ্চল অচল করে দেওয়া হবে। এদিকে এই হরতালকে সর্মথন জানিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন