তিন তালাক বাতিল চায় ভারতের মুসলিম তরুণী
তিন তালাকের বিধান বাতিলে দ্রুত ব্যবস্থা নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছেন দেশটির এক তরুণী। তাঁর মতে, এই বিধান প্রজন্ম ধরে মুসলিম নারীদের ‘ধ্বংস’ করে দিয়েছে।
ওই তরুণীর নাম আরশিয়া (১৮)। মাত্র ১৬ বছর বয়সে মোহাম্মদ কাজিম বেগওয়ান নামের ধনী এক সবজি ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু বিয়ের দুই বছরের মাথায় একটি কাগজে ‘তিন তালাক’ লিখে দিয়ে আরশিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটান কাজিম। ওই লেখায় কাজিম বলেন, তাঁর হৃদয়ে আরশিয়ার কোনো স্থান নেই। এমনকি আট মাস বয়সী ছেলেকে নিয়ে আরশিয়াকে বাড়ি ছাড়ার কথা বলেন কাজিম।
মহারাষ্ট্র রাজ্যের বারমতি এলাকার বাসিন্দা আরশিয়া টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমার মতো নারীদের সাহায্য করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই। একই সঙ্গে অসংখ্য নারীর জীবন ধ্বংসকারী তিন তালাকপ্রথা বাতিলের দাবি জানাই।’
আরশিয়া বলেন, তিনি স্বামীর কাছ থেকে তিন তালাকের নোটিশ পেয়েছেন; কিন্তু তিনি সেটা গ্রহণ করেননি।
‘এটাকে (তালাক) পারিবারিক আদালতে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছি আমি’, যোগ করেন আরশিয়া।
নিজের লেখাপড়া চালিয়ে নেওয়ার ইচ্ছা আছে আরশিয়ার। তিনি বলেন, ‘আমাকে বলা হয়েছিল, বিয়ের পর লেখাপড়া করতে দেওয়া হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।’
‘বিয়ের সময় আমি একাদশ শ্রেণি পর্যন্ত লেখাপড়া শেষ করেছিলাম। এখন আমি আবার লেখাপড়া শুরু করে নিজের পায়ে দাঁড়াতে চাই।’
আরশিয়ার বাবা নিসার বেগওয়ান বলেন, ‘সরকারকে অবশ্যই (তিন তালাক বাতিলে) সর্বজনীন একটি আইন প্রণয়নের উদ্যোগ নিতে হবে। আমি দরিদ্র সবজি বিক্রেতা।
মেয়েকে পড়ালেখা শেষ না করিয়ে বিয়ে দিয়ে মারাত্মক ভুল করেছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন