তিন পোশাককর্মীর অস্বাভাবিক মৃত্যু
গাজীপুরে একই দিনে তিন পোশাককর্মী নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টা পর্যন্ত আলাদা স্থান থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়েছে। আলাদা আলাদা ঘটনায় নিহত তিন কর্মীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
জয়দেবপুর থানার উপপরিদর্শক রুহুল আমীন জানান, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার এনায়েতপুর গ্রামের আবদুস সাত্তার স্ত্রী হাসিনা আক্তার (৩২) ও দুই সন্তানকে নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের বাড়িয়ালী গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতেন। হাসিনা স্থানীয় বারবৈকা এলাকার ড্যান্ডি সোয়েটারস লিমিটেড কারখানার কর্মী। গতকাল শনিবার সন্ধ্যায় ছুটি শেষে কারখানা থেকে বাসার উদ্দেশে রওনা হলেও রাতে বাসায় ফিরে আসেননি তিনি। স্বজনরা খোঁজাখুঁজি করতে গিয়ে আজ রোববার সকালে স্থানীয় সিনকি অ্যাপারেলস কারখানার সামনে সড়কের পাশের একটি নিচু জমিতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় হাসিনার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে। নিহতের গলায় ও শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানায় পুলিশ।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক মুক্তি মাহমুদ জানান, উপজেলার পূর্ব চান্দরা এলাকায় ট্রাকচাপায় এক পোশাককর্মী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ ভোররাতে কারখানা ছুটি শেষে সাইকেল নিয়ে বাসায় ফেরার পথে চন্দ্রা পল্লীবিদ্যুৎ-অ্যাপেক্স সড়কের দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মামুন-অর-রশিদ (৩১)। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার শক্তিপুর গ্রামের বাসিন্দা মামুন ফারইস্ট নিট অ্যান্ড ডাইং লিমিটেড কারখানায় কর্মরত ছিলেন।
অন্যদিকে, কালিয়াকৈরে একটি কারখানায় কাজ করার সময় মেশিনে ওড়না পেঁচিয়ে এক নারীকর্মী নিহত হয়েছেন। হানিফ স্পিনিং মিলস লিমিটেড নামে ওই কারখানার সহকারী ব্যবস্থাপক শামীম মিয়া জানান, সকালে কাজ করার সময় অসাবধানতার কারণে ববিনে সুতা পেঁচানোর মেশিনে ওড়না পেঁচিয়ে যায় মাহমুদা আক্তার (১৯) নামের এক শ্রমিকের। মাহমুদা রংপুরের কাওলিয়া থানার পূর্ব রাজীব এলাকার বাসিন্দা। তিনি কারখানাটিতে মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব জানান, মাহমুদার লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন