তিন বছরের মধ্যে সারাদেশের প্রধান সড়ক পাকা হবে
আগামী তিন বছরের মধ্যে সারাদেশের প্রধান সড়ক পাকা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশররফ হোসেন।
তিনি বলেন, গ্রামীণ উন্নয়ন এই সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার। এই মন্ত্রণালয়ের অধীন গ্রামীণ প্রধান সড়কগুলো পর্যায়ক্রমে পাকা করা হবে।
আজ সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্র বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আযোজিত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতেই সরকার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার ব্যবস্থা করেছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী।
তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এরফলে গণতন্ত্র শুধু শক্তিশালীই হবে না, এর শিকড় আরও গভীরে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ এর সভাপতি শ্যামল সরকার। এতে উপস্থিত আছেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবুদল মালেক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্রকে শক্তিশালী এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার কাজ করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন