তিন বছরের শিশুর নামে জমি দখলের মামলা

বয়স মাত্র তিন। পাপ-পুণ্যের ভেদাভেদ বোঝার ক্ষমতা নেই। আর সেই বয়সেই কি না সম্পত্তি চুরির মামলার আসামি!
ঘটনাটি পাকিস্তানের ইসলামাবাদের। সেখানকার একটি বাজারের জমি দখল এবং সম্পত্তি চুরির অভিযোগ আনা হয়েছে এক শিশুর বিরুদ্ধে।
জিও টিভির খবরে বলা হয়, শিশুটিকে যেন গ্রেপ্তার না করা হয়, সে জন্য আগাম জামিন চেয়ে আবেদন করেছে তার পরিবার। গতকাল শনিবার আদালতে গিয়ে এই জামিন আবেদন করা হয়।
শুনানিতে শিশুটির আইনজীবী জানান, যেহেতু মামলার কাগজপত্রে শিশুটির নাম আছে, সেহেতু গ্রেপ্তার এড়াতে আগাম জামিন প্রয়োজন। পুরো ঘটনা শুনে ইসলামাবাদ পুলিশের কর্মকাণ্ডের প্রতি অসন্তোষ প্রকাশ করেন আদালত।
আদালতে শুনানির সময় অতিরিক্ত দায়রা জজ বলেন, যদি সরকারের কোনো প্রতিষ্ঠান ভুল করে, তাহলে আদালতকেও চোখ বন্ধ করে রাখতে হয়।
পরে শিশুটির পক্ষের আইনজীবী এ মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতে তলবের অনুরোধ জানান। এ ছাড়া এই ভুলের বিষয়ে ওই কর্মকর্তার বক্তব্যও রেকর্ডের আবেদন জানানো হয়।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী বছরের ৭ জানুয়ারি ইসলামাবাদের সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং মামলার তদন্তকারী কর্মকর্তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তারেক রহমান: আগে ভারতীয় শিল্পী আসতো, এখন পাকিস্তান থেকে আসে
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে দেশি শিল্পীদের উপেক্ষা করে ভারত ও পাকিস্তানবিস্তারিত পড়ুন

নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর
“নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন”, এমন প্রশ্ন তুলে বিএনপিরবিস্তারিত পড়ুন

সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন