তিন বছর পর চিনে উদ্ধার ভারতীয়

তিন বছর ধরে নিখোঁজ ছিলেন মধ্য প্রদেশের গুনা এলাকার বাসিন্দা চন্দ্র মোহন। অবশেষে তাঁর খোজ মিলল দক্ষিণ পশ্চিম চিনের য়্যুনান প্রদেশে। বিগত ছয় মাস ধরে সেখানেই বসবাস করছিলেন চন্দ্র মোহন। আশ্চর্যের বিষয় হল কোনোপ্রকার কাগজপত্র ছাড়াই তিনি প্রবেশ করেছিলেন চিনে দেশে। কেন, কবে এবং কিভাবে তিনি চিনে পৌঁছলেন তা জানা যায়নি।
প্রায় আড়াই হাজার কিমি পথ অতিক্রম করেছেন মানসিক ভারসাম্যহীন চন্দ্র মোহন। কিভাবে কোন রাস্তা দিয়ে তিনি চিনে প্রবেশ করেছেন তা জানা না গেলেও নেক কাঠখড় পুড়িয়ে পাওয়া গিয়েছে তাঁর ভারতীয় নাগরিকত্বের প্রমাণ। জানা গিয়েছে গত বছর জুন মাস থেকে তিনি চিনের য়্যুনান প্রদেশে আছেন। বৈধ কাগজপত্র কিছু না থাকায় তাঁকে আটক করে স্থানীয় পুলিশ। বোঝা যায় তিনি মানসিক ভারসাম্যহীন এবং চিনের বাসিন্দা নন। কিন্তু, তিনি কোন দেশ থেকে এসেছেন সেই বিষয়ে সংশয়ে ছিল স্থানীয় প্রশাসন। ভারত, পাকিস্তান বা বাংলাদেশ হতে পারে বলে অনুমান করা হচ্ছিল। চলতি মাসে এক ভারতীয় য়্যুনান প্রদেশের রাজধানী কামনিংয়ে বেরাতে গেলে তাঁর সঙ্গে যোগাযোগ করে স্থানীয় প্রশাসন। তারপরেই নিশ্চিত হওয়া যায় চন্দ্র মোহনের ভারতীয় নাগরিকত্ব সম্পর্কে। এরপর তদন্ত করে জানা যায় চন্দ্র মোহন আদতে মধ্য প্রদেশের বাসিন্দা। ওই রাজ্যের গুনা এলাকার এক মন্দিরের পূজারির সহকারী ছিলেন তিনি।
চন্দ্র মোহনকে ভারতে ফেরাতে উদ্যোগ নিয়েছে চিন এবং ভারত উভয়ই। কিন্তু, বৈধ কাগজপত্র ছাড়া কিভাবে তিনি অতটা পথ অতিক্রম করলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেরই অনুমান চোরাচালানকারীদের পথ ধরেই চন্দ্র মোহন পেরিয়েছেন আড়াই হাজার কিমি পথ। মায়ানমার হয়ে তিনি চিনে প্রবেশ করেছেন বলেও অনেকের ধারণা। যেভাবেই তিনি চিনে গিয়ে থাকুক না কেন, একবিংশ শতকে অবৈধভাবে চিনে প্রবেশ করে এক ইতিহাস সৃষ্টি করেছেন চন্দ্র মোহন। প্রাচীন ভারতের ইতিহাস থেকে জানা যায় চৈনিক পরিব্রাজক ফা হিয়েন, হিউ এন সাং দের কথা। বিশ্বায়নের যুগে চিনে গিয়ে এক নয়া ইতিহাস রচনা করলেন মধ্য প্রদেশের মন্দির কর্মী চন্দ্র মোহন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন