গাজীপুরে বয়লার বিস্ফোরণ
তিন লাশ স্বজনদের কাছে হস্তান্তর

গাজীপুরের পুবাইল কলেজ গেট এলাকায় টায়ার গলিয়ে তেল উৎপাদন কারখানার বয়লার বিষ্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ছয়জনের মধ্যে তিন জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
এ ছাড়া আজ রোববার সকালে গাজীপুরের বসুগাঁও এলাকার আব্দুল মান্নানের ছেলে ও কারখানার নিরাপত্তাকর্মী সেলিম মোল্লার জানাজা সম্পন্ন হয়েছে।
নিহত অন্যরা হলেন স্থানীয় স্কুলশিক্ষিকা সিদ্দিকা জেবুন্নেছা, খুলনার রফিকুল ইসলাম, মাদারীপুরের কাউছার হোসেন ও একই জেলার হেলপার শফিকুল ইসলাম। তবে অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে ঘটনার ১৮ ঘণ্টা পর আজ সকালে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে কারখানায় এখনো আগুন জ্বলছে। দুর্ঘটনার পর থেকে এখনো পর্যন্ত পুবাইল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে এলাকার লোকজন ভোগান্তি পড়েছেন।
সকালে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি তদন্ত কাজ শুরু করেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, পুবাইল কলেজ গেট এলাকায় স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে ওই কারখানায় শনিবার বিকেলে ৩০ থেকে ৩২ জন শ্রমিক কাজ করার সময় বয়লারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে পুরো কারখানায় আগুন ধরে যায়। আগুনে তেলের ড্রাম, মেশিনপত্র ও একটি লরি সম্পূর্ণ পুড়ে গেছে।
এ ছাড়া মুহূর্তে পুড়ে অঙ্গার হয়ে যায় নারীসহ পাঁচজন। পরে হাসপাতালে মারা যায় একজন। দগ্ধ হয়েছেন আরো বেশ কয়েকজন। খবর পেয়ে টঙ্গী, গাজীপুর ও কালীগঞ্জের ছয়টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন

গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী খুন, গ্রেফতার ৩
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে পোশাক শ্রমিক জিয়াউর রহমানবিস্তারিত পড়ুন

মা প্রবাসে থাকার সুযোগে প্রতিরাতে সৎ শিশুকন্যার উপর নিপীড়নকারী এক লম্পট পিতা গ্রেফতার
মা প্রবাসে থাকার সুবাদে ১১ বছরের শিশু কন্যাকে অব্যহতভাবে রাতেরবিস্তারিত পড়ুন