তিন স্বাধীনতাকামী নিহতের ঘটনায় ফের উত্তপ্ত কাশ্মীর

ভারত-শাসিত কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামীদের ৪২ ঘণ্টার বন্দুকযুদ্ধ শেষ হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া এই বন্দুকযুদ্ধে দু’জন স্বাধীনতাকামী ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় বিতর্কিত অঞ্চলটিতে ভারতবিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।
পুলিশের একজন কর্মকর্তা জানান, শুক্রবার কাশ্মীরের দক্ষিণ আরওয়ানি গ্রামের একটি বাড়ির ধ্বংসাবশেষ থেকে সৈন্যরা ‘সন্দেহভাজন দুই বিদ্রোহীর’ মৃতদেহ উদ্ধার করেছে।
গত বৃহস্পতিবার ভারতীয় পুলিশ ও সৈন্যরা দক্ষিণ আরওয়ানি গ্রামে ঘেরাও করলে এ বন্দুকযুদ্ধ শুরু হয়।
বন্দুকযুদ্ধের এ ঘটনায় শুক্রবার দক্ষিণ আরওয়ানিসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ প্রচণ্ড বিক্ষোভে ফেটে পড়েন। তারা ভারতীয় কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা করে রাস্তায় নেমে আসেন এবং বিক্ষোভ মিছিল বের করেন। এসময় তারা কাশ্মীরের স্বাধীনতার পক্ষে স্লোগান দেন।
এসময় অন্তত একজন বেসামরিক লোক নিহত হয় এবং আহত হয় অন্তত কয়েক ডজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, নিহত ব্যক্তি এলোপাতাড়ি বুলেটের আঘাতে মারা গেছেন।
তার লাশ পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় নিশ্চিতের জন্য তার ডিএনএ পরীক্ষা করা হচ্ছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
এদিকে, ভারতবিরোধী বিক্ষোভ থামাতে কর্তৃপক্ষের নির্দেশে দ্বিতীয় দিনের মত দক্ষিণ কাশ্মীরের কিছু এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় শাসনের বিরুদ্ধে কাশ্মীরে বৃহত্তম বিক্ষোভের সম্মুখীন হয়েছে। সাম্প্রতিক এই বিক্ষোভে শতাধিক বেসামরিক নাগরিক ও দুই পুলিশ সদস্য নিহত হয়েছে এবং কয়েক হাজার বিক্ষোভকারী আহত হয়েছে। আহত কয়েক শতাধিক ব্যক্তি অন্ধ ও পঙ্গুত্ব বরণ করেছে।
সূত্র: আলজাজিরা
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন