মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তিস্তা নিয়ে মোদীকে শেখ হাসিনার চাপ

গোয়ায় নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকের আগে তিস্তা নিয়ে দিল্লির উপর প্রবল চাপ সৃষ্টি করছে ঢাকা। প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর সামনে এর গুরুত্বকে তুলে ধরতে বাংলাদেশের কূটনীতিকরা জোরদার লবি করতে শুরু করেছেন। বাংলাদেশের একাধিক মন্ত্রী, বিশেষ করে মৎস্যমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ এ নিয়ে বেশি তৎপর। তিনি বলেছেন, সন্ত্রাসকে পুরোপুরি নির্মূল করতে নরেন্দ্র মোদীর ভাবনাকে যদি শেখ হাসিনা শতকরা একশো ভাগ সমর্থন করেন, তবে ভারত সরকারেরও উচিত তিস্তা চুক্তিতে স্বাক্ষর করা।

মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা চুক্তি নিয়ে যে আপত্তি করছেন, সে সম্পর্কে ঢাকা ওয়াকিবহাল। বাংলাদেশ সরকার এটাও জানে যে এখনও মমতা তাঁর অবস্থানে কোনও বদল করেননি। তবে মনমোহন সিংহের জমানায় বাংলাদেশ যে ভাবে আগ বাড়িয়ে ঢাকা-দিল্লির অক্ষের পাশাপাশি ঢাকা-কলকাতা অক্ষ গড়ে তুলতে তৎপর হয়েছিল, এ বার কিন্তু তারা সে পথে এগোচ্ছে না। সে সময়ে বাংলাদেশের তৎকালীন বিদেশমন্ত্রী দীপু মণি মমতার সঙ্গে বৈঠক পর্যন্ত করে ফেলেছিলেন।–আনন্দবাজার।

কিন্তু বাংলাদেশ এ বার পুরো ব্যাপারটা নরেন্দ্র মোদীর মাধ্যমেই করতে চাইছে। মমতাকে রাজি করানোটা ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়’— এই যুক্তিতে দায়িত্ব মোদীর উপরেই ছেড়ে দিয়েছে ঢাকা। নয়াদিল্লির কূটনীতিকদের মতে, শেখ হাসিনার সঙ্গে ১৬ অক্টোবরের বৈঠকে নরেন্দ্র মোদী তিস্তার ব্যাপারে ইতিবাচক বার্তাই দিতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগগুলি দ্রুত মেটাতে চান মোদী। প্রধানমন্ত্রীর সচিব ভাস্কর খুলবেকে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। তিস্তা নিয়ে সিকিমের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের যে বিবাদ চলছে, তা-ও মেটানোর ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র। ক’দিন আগেই সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং দিল্লি এসেছিলেন। তিনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সিকিমের মুখ্যমন্ত্রী কেন্দ্রকে জানিয়েছেন, তিস্তা চুক্তি সমর্থন করতে তাঁর কোনও অসুবিধা নেই। কিন্তু তিস্তার জল নিয়ন্ত্রণের প্রশ্নে সিকিমের কিছু অভিযোগ রয়েছে। জটিলতা দূর করতে কেন্দ্র চামলিং ও মমতা দু’জনের সঙ্গেই আলাদা ভাবে আলোচনা চাইছে। চামলিং দিল্লি আসছেন ২৩ অক্টোবর। থাকবেন ২৭ তারিখ পর্যন্ত। দিল্লিতে বসে তিনি তিস্তা এবং রাজ্যের জলবিদ্যুৎ প্রকল্পগুলি নিয়ে তৈরি হওয়া জটিলতা মেটাতে চাইবেন। ২০০৩ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা ছিল। গুয়াহাটি থেকে কলকাতা রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রীর দফতর থেকে বলে দেওয়া হয়, এ রকম কোনও বৈঠকের কর্মসূচি বুদ্ধবাবু জানেন না। ক্ষুব্ধ চামলিং বাগডোগরা হয়ে সিকিম চলে যান। কিন্তু ২০১১ সালে সিকিমের ভূমিকম্পের পরে মমতা যে ভাবে হঠাৎই সে রাজ্যে পৌঁছে যান এবং চামলিং-এর সঙ্গে দেখা করেন, তাতে সিকিমের মুখ্যমন্ত্রী অভিভূত হন। চামলিং-এর পরিকল্পনা হল, ডিসেম্বর-জানুয়ারি নাগাদ কলকাতা গিয়ে মমতার সঙ্গে বৈঠক করা।

হাসিনার সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী মমতার সঙ্গে তিস্তা নিয়ে আলোচনা করবেন। বিদেশসচিব ও অন্য কূটনীতিকদের পাশাপাশি মমতার সঙ্গে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিস্তার প্লাবনে যাতে দার্জিলিঙে ধস না নামে, সে জন্য নদীর ধারে পাড় ভেঙে দেওয়া এবং ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন বা এনএইচপিসি–র সঙ্গে পশ্চিমবঙ্গ এবং সিকিম দু’রাজ্যেরই বৈঠক করানো— এ সবই রয়েছে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে।

মমতা তিস্তা নিয়ে অবস্থান বদলাননি। তবে পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে কিছু ত্যাগ স্বীকার করেও তিস্তা চুক্তি করতে আগ্রহী মোদী। ২০১৮ সালে বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগেই নরেন্দ্র মোদী তিস্তা নিয়ে একটি অন্তর্বর্তিকালীন চুক্তি করতে উদ্যোগী।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা