তুতেন খামুনের দাড়ি খুলে বিচারের কাঠগড়ায়
ফারাও রাজা তুতেন খামুনের সমাধি-মুখোশের দাড়ি খুলে আবার সেটা জোড়া দেয়ার অভিযোগে মিশর জাদুঘরের আটজন কর্মকর্তাকে বিচারের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে মিশরের গণমাধ্যম।
প্রায় একবছর আগে জাদুঘর কর্তৃপক্ষের নজরে পরে নীল ও সোনালি রঙের পাতকাটা দাড়িটি খুলে আবারো আঠা দিয়ে লাগানো হয়েছে। যেটা মূল মুখোশের সঙ্গে মিল নেই। অভিযুক্তদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা এবং পেশাদারিত্বের অভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রায় তিন হাজার বছর আগের এই হস্তনির্মিত মুখোশ কায়রোতে আসা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
তবে জাদুঘরের তত্বাবধায়নে থাকা কর্তৃপক্ষ এই দাড়ি সরে যাওয়া নিয়ে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন। কেউ বলছেন, এটা হঠাৎ করে খুলে যেতে পারে। আবার অনেকের মত এটা আলগা হয়ে পরলে সেটাকে সরিয়ে ফেলা হয়।
বিচারকরদের দাবি, যারা সেসময় দায়িত্বে ছিলেন তারা বেপরোয়াভাবে তাদের ভুল ঢাকতে চেষ্টা করছেন। বিপুল পরিমাণে অনুপযুক্ত আঠা দিয়ে মুখের সঙ্গে দাড়িকে জোড়া লাগানোর চেষ্টা করেন।
গত বছরের অক্টোবরে জার্মান বিশেষজ্ঞ দল দাড়ি আবারো আগের মত নিপুণভাবে প্রতিস্থাপন করতে সক্ষম হন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন