‘তুমি শোধরালে না তাই আমরা চলে গেলাম’
দুই সন্তানের গলাকাটা লাশ পড়ে আছে বিছানায়। মায়ের লাশ ঝুলছে ফ্যানের সঙ্গে। বিছানার পাশে রক্তাক্ত একটি চিঠি। আর একটি চিরকুট, ইংরেজিতে যাকে বলে ‘সুইসাইড নোট’। তাতে লেখা এক স্ত্রী, এক মায়ের ব্যর্থতার গাথা। স্বামীকে শোধরাতে না পারার ব্যর্থতা। আর এ থেকে মুক্তি পেতে নিজের দুই শিশুসন্তানকে মেরে আত্মঘাতী হলেন মা।
মিরপুরের দারুসসালামের ছোট দিয়াবাড়ি এলাকায় মঙ্গলবার দুপুরে এই তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। মা অনিকা (২৫) আর দুই সন্তান- শামিমা আক্তার (৫) ও আবদুল্লাহ (৩)। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মঙ্গলবার বেলা তিনটার দিকে ছোট দিয়াবাড়ির ২৯/১ নম্বর বাড়ি থেকে তিনটি উদ্ধারের সময় একটি রক্তাক্ত চিঠিও উদ্ধার করে পুলিশ। এ ছাড়া অনিকার ভাঙা ভাঙা হাতের লেখার একটি চিরকুট উদ্ধার করা হয়।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমুজ্জামান বলেন, মৃতের লাশের কাছে একটি চিরকুট পাওয়া গেছে। তা থেকে বোঝা যায় স্বামী শামীমের প্রতি প্রচণ্ড ক্ষোভ আর অভিমান ছিল স্ত্রী অনিকার। আর তারই পরিণতি এই হত্যাকাণ্ড।
চিরকুটে স্বামীর উদ্দেশে অনিকা লেখেন ‘শামীম তুমি শুধরালে না। তাই আমরা চলে গেলাম।’ একই চিরকুটে মায়ের উদ্দেশে অনিকার লেখা- ‘মা, আমি ওদের নিজ হাতে খাইয়েছি, নিজ হাতে মানুষ করেছি। আবার নিজ হাতেই মেরে ফেললাম।’ এর পরই লেখা- ‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
পুলিশ জানায়, যে ঘরে ওই ঘটনা ঘটে, সেটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তাতে তারা ধারণা করছেন, দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন অনিকা।
দিয়াবাড়িতে একটি সেলুনে কাজ করেন অনিকার স্বামী শামীম। তার ব্যাপারে জানতে চাইলে পুলিশ জানায়, শামীম সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় গেছেন বলে তারা জানতে পেরেছে। তাকে পাওয়া গেলে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’ শামীমের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। দিয়াবাড়িতে একটি ভাড়া বাসায় থাকতেন স্ত্রী-সন্তানসহ। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন