তুরস্ক ও পাকিস্তানের সম্পর্ক আরও দৃঢ় হবে
সামরিক দিক দিয়ে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্ক ও পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান নিজেদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করবে। বিশেষ করে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারণ করবে বলে দুই দেশ বলে সম্মত হয়েছে।
মঙ্গলবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসুগুলো টেলিফোনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশির সঙ্গে কথা বলেন।
এ সময় তারা আঙ্কারা ও ইসলামাবাদের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আনাদোলু এজেন্সি জানায়, টেলিফোনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন- পাকিস্তানের সঙ্গে তুরস্কের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার কারণ বিশ্বাস, মূল্যবোধ, সভ্যতা, ইতিহাস, পারস্পরিক আস্থা ও সমর্থন।
এ সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী ইমরান খানকে অভিনন্দন জানান।
টেলিফোন সংলাপে দুই নেতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করার বিষয়ে ভূমিকা নেয়ার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।
এ ছাড়া তুরস্কের পক্ষ থেকে পাকিস্তানের জনগণকে শুভেচ্ছা জানিয়ে তিনি দেশটির শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। নতুন নেতৃত্বে পাকিস্তানে সমৃদ্ধি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। টেলিফোন সংলাপে পাকিস্তান-তুরস্ক ও আফগানিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় সামিট আয়োজনের প্রস্তাব দেন। এ ছাড়া শিগগিরই পাকিস্তানের আমন্ত্রণে দেশটির সফরের বিষয়েও সম্মত হয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন