তুরস্ক থেকে রাষ্ট্রদূতকে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৫মে) মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
মানবতাবিরোধী অপরাধী ও জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাসিঁকে কেন্দ্র করে তুরস্ক বাংলাদেশ থেকে তাদের দূতকে ডেকে পাঠায়। এর পরিপ্রেক্ষিতে সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো একটি বিষয়ে সংশ্লিষ্ট দেশ তার দূতকে ডেকে পাঠানো স্বাভাবিক ঘটনা। আমরাও তুরস্কে থাকা আমাদের দূতকে ডেকে পাঠিয়েছি।
প্রসঙ্গত, বাংলাদেশে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচারে আপত্তি জানিয়ে আসছিল তুরস্ক। গত ১১ মে নিজামীর ফাসিঁ কারযকরের পর পাকিস্তানের চেয়েও কঠোর অবস্থান নিয়ে সমালোচনা করে দেশটির প্রেসিডেন্ট রিসেফ এরদোয়ান।
এরপরও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রির দাবি, তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ‘চিড়’ ধরে নি। তার ভাষায় দেশটির সঙ্গে বাংলাদেশের ‘স্বাভাবিক’ সম্পর্ক বজায় আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন