তুর্কি ফার্স্ট লেডি বাংলাদেশের ভূয়সী প্রশংসায়

নির্যাতনের মুখে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান। মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি এদেশের জনগণের কাছেও কৃতজ্ঞ বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে তুর্কি ফার্স্ট লেডি এই ধন্যবাদ জানান। গণভবনে সন্ধ্যা ৭টায় বৈঠক শুরু হয়ে চলে সাড়ে ৭টা পর্যন্ত।
রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ যে মানবিক আচরণ করেছে এর প্রশংসা করে ফার্স্ট লেডি বলেছেন, বাংলাদেশ ও তুরস্ক মিলে এই সমস্যার সমাধান করবে। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে তারা পরস্পরে আলোচনা করেন।
রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা দেখতে ছুটে আসায় তুর্কি ফার্স্ট লেডির প্রতি কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এগিয়ে গিয়ে এরদোয়ানপত্নীকে জড়িয়ে ধরে গণভবনে স্বাগত জানান।
এ সময় ফার্স্ট লেডির সঙ্গে উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুফোগলু। মিয়ানমার থেকে আসা লাখ লাখ রোহিঙ্গার মানবেতর জীবনযাপন নিজ চোখে দেখতে বৃহস্পতিবার ভোররাতে ঢাকায় পৌঁছেন তুর্কি ফার্স্ট লেডি। দুপুরে তিনি যান কক্সবাজারে। সীমান্তে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে ত্রাণ সহায়তা দেন। পরে বিকালে তিনি ঢাকায় ফিরে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন