তুষ্টিকে নির্যাতনের মামলা স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত জাহান তুষ্টিকে নির্যাতনের ঘটনায় তার স্বামী মেজর নাজির উদ্দিনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। এই আদেশের ফলে ওই মামলা কোর্ট মার্শালে নেওয়ার বিষয়টি স্থগিতই থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
নারী নির্যাতন আইনে করা অভিযোগের বিচার কোর্ট মার্শালে চলতে পারে কি না, এ প্রশ্নে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ১২ অগাস্ট হাই কোর্টের একটি বেঞ্চ তুষ্টিকে নির্যাতনের ঘটনায় করা মামলা স্থগিত করে দেয়। সেই সঙ্গে ওই মামলার নথি কোর্ট মার্শালে বিচারের জন্য পাঠাতে সেনা সদর দপ্তর থেকে যে চিঠি টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিল, তার কার্যকারিতাও স্থগিত করা হয়।
তুষ্টির আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী তুষ্টিকে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে স্বামী মেজর নাজির উদ্দিনের বিরুদ্ধে ২ এপ্রিল টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা হয়।
তিনি বলেন, টাঙ্গাইলে এ মামলার বিচার কাজ চলা অবস্থায় সেনা সদর দপ্তরের এরিয়া কমান্ডার (লজিস্টিকস) মেজর জেনারেল মিজানুর রহমান খান গত ১১ মে এ বিষয়ে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি চিঠি দেন। চিঠিতে বলা হয় কোর্ট মার্শালে নাজির উদ্দিনের বিচার করতে মামলার নথির প্রয়োজন।
তিনি জানান, এ চিঠির বৈধতা চ্যালেঞ্জ করেই গত ১০ আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন তুষ্টির বাবা নূরুল ইসলাম।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন