তৃণমূলের বিজয়ের অনুষ্ঠানে ‘অর্ধ নগ্ন’ নাচ-‘মদে’র ফোয়ারা! [ভিডিও সহ]
রাজ্যে নতুন সরকার গঠনের পরেই জয়ের আনন্দে মেতে উঠল তৃণমূল৷ জেলায় জেলায় চলছে আবীর খেলা-বিজয় উৎসব৷ দলের নির্দেশ অমান্য করে করে চলছে ‘উদ্যামতা’৷ কোথায় রবীন্দ্র সঙ্গীত, কোথাও আবার হালের বলিউড গানের কান ফাটা শব্দ৷ রীতিমতো ডিজে নামিয়ে, ঝলমলে আলো, কান ফাটানো আধুনিক গানের সঙ্গে পাড়ার মোড়েই চলছে ‘উদ্দাম নৃত্য’৷ নাচের সঙ্গে সঙ্গে চলছে প্রায় ‘অর্ধ নগ্ন’ ডান্সারদের জমাটি আসোর৷ মঞ্চের পেছনে তখনও চলছে দেদার মদ্যপান৷ মদ্যপানের সঙ্গে সঙ্গে প্রায় এক ডজন ‘বার ডান্সার’-র শারীরিক অঙ্গ-ভঙ্গি দেখতে দেখতে টাকার ‘হরির লুঠ’৷ টাকা উড়ে ‘যৌন অনুভূতি’ পাওয়ার আপ্রাণ চেষ্টা৷ মিনি স্কাট-বুক খোলা টপ-নাভি দেখানো পেষাক পরা ‘ডান্সার’-দের দেখতে ভিড় জমিয়েছে পাড়ার ছেলারা৷
শনিবার রাতে এমনই কিছু মুহূর্তের ছবি উঠে এসেছে৷ বনগাঁ উত্তরের তৃণমূলের বিজয় উৎসবে এমই কিছু ছবি ও ভিডিও উঠে এল বনগাঁ মহকুমার বাজিতপুর বাজারের তিনমাথা মোড়ে৷ তাও আবার বনগাঁ-বাজিতপুর রাজ্য সড়ক আটকে বিশাল মঞ্চ বেধে৷ মঞ্চের পাশের আবার তৃণমূলর পাতাকা৷ জানা গিয়েছে, এদিনের এই অনুষ্ঠানের আগে বাজিতপুরের স্থানীয় নেতারা সন্ধ্যায় মঞ্চে উঠে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের, একই সঙ্গে অনুষ্ঠানের আয়োজক সংস্থা ‘সবুজ সংঘের’-সদস্যদের৷ শুভেচ্ছা বিনিময়ের পালা শেষ হতেই প্রথমে মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হয় তৃণমূলের ব্যানার৷ কিন্তু, ব্যানার সরিয়ে দেওয়া হলেও, মঞ্চের পাশের উজ্জ্বল তৃণমূলের পতাকা৷ সন্ধ্যা সাতটার পর থেকে চলতে থাকে উদ্দাম নৃত্য৷ প্রায় ‘অর্ধ নগ্ন’ নাচ৷ নাচের সঙ্গে সঙ্গে উড়তে থাকে টাকা, মদের ফোয়ারা৷
এদিনের এই ঘটনার সম্পর্কে বিস্তারিত জানতে বাজিতপুর পঞ্চায়েতের প্রধান অঞ্জনা দেবনাথের সঙ্গে৷ তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে মন্তব্য করেন৷ এদিন, যে তৃণমূল প্রার্থীর জয়ের আনন্দে এই ‘উদ্যম নৃত্যের’ আয়োজন, এবারের বনগাঁ উত্তরের তৃণমূলের বিজয়ী বিধায়ক বিশ্বজিত দাসের মন্তব্য, ‘‘এমন কিছুই হয়নি৷’’
ভিডিও দেখুন–
https://youtu.be/FjDCg7mQuO0
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন