তৃণার সঙ্গীতশিল্পী হয়ে ওঠার গল্প কিংবা ‘অন্য প্রাণের সুর’

তৃণা মাহবুব নামের একজন উঠতি সঙ্গীত শিল্পীর গল্প। শিল্পী হিসেবে তার সম্ভাবনা যখন তুঙ্গে তখন গান পাগল এক যুবকের সাথে তার বিয়ে হয়। কিন্তু বাধ সাথে তার শশুরবাড়ি। সে বাড়ির কেউ তার গান করাটা পছন্দ করেনা। ফলে তৃণার গান গওয়া সম্পুর্ণ বন্ধ হয়ে যায়। তৃণার স্বামী একটি বিজ্ঞাপনী সংস্থায় সম্মানজনক পদেই কাজ করতেন। উপার্জনও ভালো ছিল। কিন্তু আকস্মিক বড় রকমের অসুখ ধরা পড়ে তার। চিকিৎসায় চলে যায় পরিবারসহ নিজের সকল সঞ্চয়। শারীরিক অসামর্থ ও দীর্ঘ অনুপস্থিতির কারণে তার চাকরিটাও চলে যায়। পরিবারের সকলেই তখন প্রায় দিশেহারা।
ঠিক তখনি তৃণা’র এক বন্ধু তাকে গানের অনুষ্ঠানে অংশগ্রহণের প্রস্তাব নিয়ে আসে। উচ্চবিত্ত পরিবারের বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান। তৃণা খানিক অস্বস্তি নিয়ে হাসপাতালের কেবিনে অবস্থানরত স্বামীকে সে কথা বলে। তার স্বামীর এসব নিয়ে কখনো অস্বস্তি ছিলনা। কিন্তু চিকিৎসার খরচ চালিয়ে যাওয়ার জন্যে আর কোনো উপায়ও অবশিষ্ট থাকেনা। শেষাবধি শ্বশুর-শাশুড়িও সংসারের প্রয়োজনের কারণে তৃণার গান করার প্রয়োজনটা সাময়িক মেনে নেয়।
তৃণা শুরু করে সঙ্গীত জীবনের দ্বিতীয় ইনিংস। গায়ে হলুদের অনুষ্ঠানের পরেই ডাক আসে-কর্পোরেট ইভেন্ট এবং বিভিন্ন অনুষ্ঠানে। তার অ্যালবাম বের করবার জন্যে এগিয়ে আসে বিভিন্ন অডিও প্রযোজনা সংস্থা। তৃণার উপার্জিত অর্থ দিয়েই তার স্বামীর চিকিৎসা সম্পন্ন হয় এবং মোটামুটি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু যেদিন ফিরে আসে সেদিনই তার একটি শিশুর চিকিৎসা তহবিলের জন্যে আয়োজিত চ্যারিটি কনসার্টে তার অংশগ্রহণের কথা।
দীর্ঘদিন হাসপাতাল বাসের পর বাড়ি ফিরে তৃণার স্বামী আশা করে স্ত্রীর সাথে কিছু অন্তরঙ্গ সময়, কিন্তু তৃণার মন…
তৃণার চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও তার স্বামীর চরিত্রে মনির আহমেদ শাকিল অভিনয় করেছেন। তৃণার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেনন কল্যাণ কোরাইয়া। এছাড়াও হাসান ইমাম, লায়লা হাসান এবং একটি বিশেষ চরিত্রে সঙ্গীত শিল্পী শুভ্র দেবকে দেখা যাবে।
প্রসূন রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তপু খান। ঈদের পঞ্চম দিন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন দেশটিভিতে রাত পৌনে নয়টায় প্রচারিত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন