তৃতীয় টেস্টে ভারতীয় দলে বড় বদল। কে এলেন? কে গেলেন?

ইডেনে তাঁর প্রত্যাবর্তন দেখার সুযোগ মেলেনি। এবার ইনদওরের দিকেই তাকিয়ে গোটা দেশ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে কলকাতা টেস্ট জয়ের ফলে ইতিমধ্যেই সিরিজ ভারতের পকেটে। তবুও নিয়মরক্ষার ম্যাচে আগামিকাল ইনদওরে নামতে চলেছে বিরাট ব্রিগেড। গত ম্যাচের আগেই চোট পেয়ে দলের বাইরে চলে গিয়েছিলেন লোকেশ রাহুল। গত ম্যাচে আঙুলে চোট পান শিখর ধবন। ফলে ভারতের বাঁহাতি ওপেনার গৌতম গম্ভীরের জায়গা পাকা হয়ে গিয়েছিল ইডেন টেস্টের পরেই।
শুক্রবারের প্রেস কনফারেন্সে ভারতীয় অধিনায়ক সে কথা জানিয়েও দিলেন। কোহলি জানিয়েছেন, শনিবার নতুন জুটি ওপেন করবে ভারতের হয়ে। মুরলী বিজয়ের সঙ্গে খেলতে নামবেন গৌতম গম্ভীর। প্রায় দু’বছর পরে দেশের হয়ে টেস্ট খেলতে নামছেন এই ভারতীয় ব্যাটসম্যান।
গত ম্যাচে দলে সুযোগ পাওয়ার পরেই তিনি টুইট করেছিলেন, ‘প্রথম খেলার উত্তেজনা, একজন অভিজ্ঞ খেলোয়াড়-এর আত্মবিশ্বাস, আবার একই সঙ্গে একজন শিক্ষানবিশের ভয়— সবকিছু একসঙ্গে অনুভূত হচ্ছে এই মুহূর্তে। ইডেন আবার আমি ফেরত আসছি’। তবে ইডেনে তাঁর প্রত্যাবর্তন দেখার সুযোগ মেলেনি। এবার ইনদওরের দিকেই তাকিয়ে গোটা দেশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন