তৃতীয় দিনেও শ্রীলঙ্কা থেকে ৪৯৮ রান এগিয়ে ভারত

শিখর ধাওয়ানের ১৯০ এবং চেতেশ্বর পুজারার ১৫৩ রানের ওপর ভর করে প্রথম ইনিংসে ৬০০ রানের বিশাল স্কোর গড়ে ভারত। জবাব দিতে নেমে ২৯১ রানে অলআউট শ্রীলঙ্কা। ৩০৯ রানে এগিয়ে থেকেও স্বাগতিকদের ফলো অন করালেন না বিরাট কোহলি। আবার ব্যাট করতে নামলেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার পর অবশ্য ভারতীয়দের ব্যাটিংয়ের ওপর হালকা আতঙ্ক ধরিয়েছিলেন দিলরুয়ান পেরেরা এবং লাহিরু কুমারা। ১৪ রানে শিখর ধাওয়ান এবং তিন নম্বরে ব্যাট করতে নামা চেতেশ্বর পুজারাকে ১৫ রানে ফিরিয়ে দেন এই দুই বোলার। প্রথম ইনিংসের দুই ভয়ঙ্কর ব্যাটসম্যান ফিরে যাওয়া অনেক স্বস্তির।
কিন্তু সেই স্বস্তি মিলল না প্রথম ইনিংসে ব্যর্থ অভিনব মুকুন্দ এবং অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে। ৫৬ রানে দুই উইকেট পড়ার পর ১৩৩ রানের জুটি গড়েন কোহলি এবং মুকুন্দ। ৮১ রান করে শেষ পর্যন্ত মুকুন্দ আউট হন। ততক্ষণে ৪৯৮ রানের লিড দাঁড়িয়ে যায়। মুকুন্দ আউট হওয়ার পর বিরাট কোহলিও আর ঝুঁকি নিলেন না। দিনের খেলা ওখানেই শেষ করে দিয়ে উঠে যান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন