তৃতীয় দিনেও শ্রীলঙ্কা থেকে ৪৯৮ রান এগিয়ে ভারত
শিখর ধাওয়ানের ১৯০ এবং চেতেশ্বর পুজারার ১৫৩ রানের ওপর ভর করে প্রথম ইনিংসে ৬০০ রানের বিশাল স্কোর গড়ে ভারত। জবাব দিতে নেমে ২৯১ রানে অলআউট শ্রীলঙ্কা। ৩০৯ রানে এগিয়ে থেকেও স্বাগতিকদের ফলো অন করালেন না বিরাট কোহলি। আবার ব্যাট করতে নামলেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার পর অবশ্য ভারতীয়দের ব্যাটিংয়ের ওপর হালকা আতঙ্ক ধরিয়েছিলেন দিলরুয়ান পেরেরা এবং লাহিরু কুমারা। ১৪ রানে শিখর ধাওয়ান এবং তিন নম্বরে ব্যাট করতে নামা চেতেশ্বর পুজারাকে ১৫ রানে ফিরিয়ে দেন এই দুই বোলার। প্রথম ইনিংসের দুই ভয়ঙ্কর ব্যাটসম্যান ফিরে যাওয়া অনেক স্বস্তির।
কিন্তু সেই স্বস্তি মিলল না প্রথম ইনিংসে ব্যর্থ অভিনব মুকুন্দ এবং অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে। ৫৬ রানে দুই উইকেট পড়ার পর ১৩৩ রানের জুটি গড়েন কোহলি এবং মুকুন্দ। ৮১ রান করে শেষ পর্যন্ত মুকুন্দ আউট হন। ততক্ষণে ৪৯৮ রানের লিড দাঁড়িয়ে যায়। মুকুন্দ আউট হওয়ার পর বিরাট কোহলিও আর ঝুঁকি নিলেন না। দিনের খেলা ওখানেই শেষ করে দিয়ে উঠে যান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন