তৃতীয় ম্যাচে নেপালকে হারাল বাংলাদেশ !

মঙ্গলবার থেকে নেপালে শুরু হয়েছে সাউথ এশিয়ান বাস্কেটবল অ্যাসোসিয়েশন (সাবা) অনূর্ধ্ব-১৬ (বালক) বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ বাস্কেটবল দল।
আজ বৃহস্পতিবার টুর্নামেন্টের তৃতীয় দিনে বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হয়। নেপালের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ৬৮-৫৬ পয়েন্টে জয় পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে নিজের প্রথম ম্যাচে ভুটানকে ১১৭-৪৩ পয়েন্টের বড় ব্যবধানে হারায়। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ৮৩-৬৪ পয়েন্টে হেরেছে বাংলাদেশ।
আগামীকাল শুক্রবার সকাল ১১টায় মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই মালদ্বীপকে ১৫২-১৭ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের কিশোরদের জয় প্রত্যাশিত।
এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছে ভুটান, মালদ্বীপ, ভারত, ও স্বাগতিক নেপাল। লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়ন হবে এবং মালয়েশিয়ায় চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া ফিবা অনূর্ধ্ব-১৬ এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করবে।
নেপালে যাওয়া ১৬ সদস্যের বাংলাদেশ দলে খেলোয়াড় ১০ জন। আর ম্যানেজার, কোচ, রেফারি ও কর্তকর্তা ৬ জন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন