তৃতীয় শেষ ওয়ানডের টিকিট পেতে সমর্থকদের হাহাকার
চরম অনিয়ম, কালোবাজারি ও সংকটের মধ্য শেষ হলো বাংলাদেশ-ভারতের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের টিকিট বিক্রি। আগের দিন সন্ধ্যা থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। দর্শকদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় অনেক কম টিকিট ব্যাংকে দিয়েছে বিসিবি। যা আবার পুলিশের সহায়তায় বেশির ভাগ চলে গেছে কালোবাজারিদের হাতে।
ভারতের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়ের পর এবার ধোনীদের হোয়াইটওয়াশের পালা। আর সেই ইতিহাসের সাক্ষী হতেই এমন দীর্ঘ লাইন। যেখান থেকে পাওয়া যাচ্ছে দুই দেশের মধ্যকার শেষ ওয়ানডে ম্যাচের টিকিট। আর সেই টিকিট পেতেই এদিন মিরপুরের ইউসিবি ব্যাংকের আশপাশের চিত্র ছিলো এমনই। যা শুরু হয় আগের দিন রাত থেকেই।
টিকিট প্রত্যাশীরা জানান, সেহরির পর থেকে টিকিটের জন্য দাঁড়িয়ে আছি কিন্তু পাচ্ছি না। পুলিশের মাধ্যমে টিকিট কালোবাজারিদের হাতে চলে যাচ্ছে। তবে, টিকিট বিক্রি নিয়ে পুলিশে বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো দর্শকদের মাঝে। বিশেষ করে পুলিশের সহায়তায়ই একশ্রেণীর প্রভাবশালীদের হাতে টিকিট চলে যাচ্ছে বলে দাবী করেন টাইগার ভক্তরা।
পুলিশ জানায়, পুলিশের দ্বারা কালোবাজারি হওয়ার কোন সম্ভাবনা নেই। টিকিট কিনে বেশী দামে কালোবাজারির প্রমাণ মেলে ব্যাংকের আশপাশেই। যা ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। তবে শত কষ্ট শেষে যখন ক্রিকেটপ্রেমীরা হাতে পাচ্ছিলেন সোনার হরিণ টিকিট, তখন তাদের মুখে ছিলো স্বর্গীয় হাসি। পরে ক্ষুব্ধ সমর্থকদের মৃদু লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে দীর্ঘ অপেক্ষার পরও টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্রিকেটপ্রেমীরা। সাধারণ দর্শকদের কাছে বিক্রির জন্য বাংলাদেশে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ব্যাংকে আরো বেশী পরিমাণ টিকিট দেয়া উচিত বলেও মনে করেন টিকিট প্রত্যাশীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন